Advertisment

West Bengal Weather: ব্রেক কষছে শীত! দক্ষিণবঙ্গে ঠান্ডা কমবে কবে থেকে, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

West Bengal Weather Forecast: আজ, ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
একটি শীতের সকালের ছবি...

West Bengal Weather Forecast: একটি শীতের সকালের ছবি। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

West Bengal Weather Update 17 December 2024: কয়েকদিনের ঝোড়ো ব্যাটিংয়ের পর ফের ব্রেক কষল শীত। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাড়তে চলেছে তাপমাত্রা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ, ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisment

গত রবিবার রাজ্যের তিন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। তবে সোমবার থেকেই সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এবং উত্তরবঙ্গে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলে পূর্বাভাস। তবে, আগামী ৩-৪ দিনের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিনে শুষ্ক থাকবে। উত্তরে দার্জিলিং এবং কালিম্পং এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দিকে কিছু এলাকায় কুয়াশা থাকতে পারে।  

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানা গেছে। এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরও পড়ুন আজ থেকেই ব্রেক কষবে শীত! দিন তিনেকেই সুনামি শক্তিতে ঠান্ডার কাঁপানো কামব্যাক?

কলকাতার আবহাওয়া

সোমবার কলকাতায় তাপমাত্রা রবিবারের তুলনায় কিছুটা বেড়েছিল। মঙ্গলবার আরও একটু বেড়েছে। আবহাওয়াবিদদের মতে, রাজ্যে শীতের তীব্রতা কিছুটা কমলেও এই তাপমাত্রা পরিবর্তন মানুষের জনজীবনে প্রভাব ফেলতে পারে। 

 

Bengal Weather Alipore Weather Office weather today Kolkata Weather weather latest news West Bengal Weather Today West Bengal Weather Forecast Bengal Weather Forecast Weather Forecast
Advertisment