Advertisment

ঝোড়ো ব্যাটিং শীতের, আজই এ মরশুমের শীতলতম দিন

সপ্তাহের শুরু থেকেই মেঘমুক্ত আকাশ। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal Weather Update 18 December 2021

আরও নামল পারদ।

মেঘমুক্ত আকাশে আরও নামল পারদ। ক্রিজে নেমেই ঝোড়ো ব্যাটিং শীতের। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৩.৫ ডিগ্রি। আপাতত রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা নেই। আগামী কয়েকদিন পারদ-পতন অব্যাহত থাকবে বলেই জানাল আবহাওয়া দফতর। শুক্রবারের পর শনিবার তাপমাত্রা আরও কমেছে। এখনও পর্যন্ত এটাই এ মরশুমের শীতলতম দিন।

Advertisment

দেরিতে হলেও এবার লম্বা ইনিংস খেলার প্রস্তুতি নিচ্ছে শীত। তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। বৃষ্টির রেশ কাটতেই মেঘ সরেছে। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। শীতের আমেজ বাড়ছে। কলকাতা-সহ জেলাগুলিতে নামছে পারদ।

publive-image

আরও পড়ুন- Daily Horoscope, 18 December 2021: শনিদেবের কৃপায় সৌভাগ্য লাভ কার? পড়ুন রাশিফল

চলতি সপ্তাহের শুরু থেকেই একটু একটু করে সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি। আজ তা কমে ১৩.৫ ডিগ্রি।

publive-image

আরও পড়ুন- রাজ্যের তৈরি পেগাসাস-তদন্ত কমিশনের নথি চেয়ে পাঠালেন ধনকড়

আগামী কয়েকদিন আবহাওয়ার হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সেই কারণে শীতের অনুভূতি জোরালো হতে পারে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ইতিমধ্যেই হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই পারদ নামছে। সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Weather Report weather update Bengal Weather Forecast
Advertisment