ভরা বর্ষাতেও কাটছে না আবহাওয়াজনিত অস্বস্তি। এবার আবার দুই বঙ্গেই বৃষ্টি কমার আপডেট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
রাজ্যে এখন ঘোর বর্ষা। উত্তরবঙ্গে তুফান তুলে বৃষ্টি চললেও ভারী বৃষ্টির স্বাদ থেকে এখনও বঞ্চিত দক্ষিণবঙ্গ। চলতি বর্ষায় একটানা বৃষ্টির মুখ এখনও দেখেননি দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এবার আবার মাঝ-বর্ষায় নতুন আপডেট।
রাজ্যের দুই প্রান্তেই নাকি বর্ষা কমবে। দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ুর জন্য এমনিতেই তেড়ে বৃষ্টি নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আরও পড়ুন- বঙ্গে ফের করোনার রক্তচক্ষু! হু হু করে বাড়ছে সংক্রমণ
আগামী দিন তিনেক দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্টোদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও দুই দিনাজপুর, মালদহ, দার্জিলিং, কালিম্পঙেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।