West Bengal Monsoon: আজও বাংলাজুড়ে বর্জ্রপাত সহ ভারী বৃষ্টি হবে। সোমবার থেকে অবস্থার বদল ঘটবে। রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। তবে কাল, আকাশ ক্রমশ পরিষ্কার হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরপ্রদেশ-বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এদিকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এই জোড়া ফলার জেরেই এদিন রাজ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুরু থেকে এবার বঙ্গে দাপুটে ইনিংস খেলছে বর্ষা। এখনও পর্যন্ত এ মরসুমে বাংলায় স্বাভাবিকের তুনায় ৫১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে গড়ে ১০৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। কলকাতায় এর হার ১০৮ শতাংশ বেশি।
আরও পড়ুন- Bengal Coronavirus Update June 19, 2021: আড়াই হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ, কোভিড ঝড় সামলে সুস্থ হচ্ছে বাংলা
দক্ষিণবঙ্গের পাশাপাশি অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারেও। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে।
আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউ নিয়ে চরম সতর্কতা! ‘ঢিলেমি নয়’, রাজ্যকে চিঠি কেন্দ্রের
আজ, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কমে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।
অতিবৃষ্টি, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্ত জলের তলায়। ঘাটল সহ নানা জায়গায় চলছে নৌকা। জলযন্ত্রণাকর ছবি মহানদরের বিভিন্নপ্রান্তেও দেখা যাচ্ছে। কলকাতায় নিচু জায়গাগুলোর সঙ্গে জমা জলে নাজেহাল অবস্থা বেহালা ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকার। বিগত কয়েক দিনে বিদ্যাৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে তাই স্বস্তির নিশ্বাস ফেলছেন কলকাতার নিচু এলাকার বাসিন্দারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন