Advertisment

West Bengal Weather: বর্ষশেষের সপ্তাহেও ঠান্ডার দেখা নেই! বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাত, দক্ষিণে জাঁকিয়ে শীত কবে?

West Bengal Weather Update 24 December 2024: আবহাওয়া দফতর বলছে, আগামী ৪ দিন রাতের তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ডিসেম্বরেও জাঁকিয়ে শীতের দেখা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
First snowfall of the season at Sandakphu in Darjeeling: সান্দাকফুতে তুষারপাত

West Bengal Weather Update: বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে

West Bengal Weather Update 24 December 2024: বড়দিনেও দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ দিন রাতের তাপমাত্রার বদলের সম্ভাবনা নেই। তার মানে বর্ষশেষের আগে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। এর মধ্যে পর্যটকদের জন্য খুশির খবর, বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকতে পারে।

Advertisment

সোমবার দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং, কোচবিহার, শিলিগুড়িতেও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সর্বনিম্ন ছিল পুরুলিয়ায়। রাতের তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪ দিন রাতের তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ডিসেম্বরেও জাঁকিয়ে শীতের দেখা নেই। ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। ৪ দিন পর থেকে ধীরে ধীরে পারদ পতন হতে পারে।

আরও পড়ুন বৃষ্টির পর্ব চুকেছে, ঠান্ডার আমেজ গোটা রাজ্যে, বড়দিন থেকেই কাঁপানো শীত বঙ্গে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

Advertisment

এরই মধ্যে আবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া

বড়দিনে পর্যটকদের জন্য খুশির খবর। মঙ্গলবার তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদহে মঙ্গল এবং বুধবার ঘন কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশার দাপটের জন্য ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Extreme Cold Weather Alipore Weather Office Kolkata Weather West Bengal Weather Today weather latest news Snowfall West Bengal Weather Forecast IMD Kolkata Bengal Weather Forecast Weather Forecast
Advertisment