Bengal Weather Update: বৃষ্টির পর্ব চুকেছে, ঠান্ডার আমেজ গোটা রাজ্যে, বড়দিন থেকেই কাঁপানো শীত বঙ্গে?

West Bengal Weather Forecast: শীতের আমেজ গোটা রাজ্যে। দিন কয়েক বৃষ্টির জেরে তাপমাত্রা বেড়েছে। বড়দিন থেকেই জমাটি শীত বাংলায়?

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast,weather update,west bengal weather forecast,winter,আবহাওয়ার পূর্বাভাস, শীত, আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: শীতের আমেজ গোটা রাজ্যে।

Bengal Weather Update 23 Dec 2024: গত শুক্র ও শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পর গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শহর কলকাতা কিংবা তার আশেপাশের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের অনুভূতি রয়েছে রাজ্যজুড়ে। বৃষ্টির পর্ব চুকিয়ে বড়দিনের আগেই হাড় কাঁপানো শীত বঙ্গে? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

ভরা পৌষ মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হয়েছে। শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরের কয়েকটি জেলাতেও গত কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে গতকাল থেকে পরিষ্কার আকাশ। এই মুহূর্তে শীতের অনুভূতি রয়েছে রাজ্যজুড়ে। তবে কি বড়দিনের আগেই কাঁপানো শীত বাংলায়?

তেমন আশা অন্তত আপাতত দেখছেন না আবহাওয়াবিদরা। বরং বড়দিনের (Christmas) আগে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জেরেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। এখন শীতের যে অনুভূতি রয়েছে তার নেপথ্যে রয়েছে বৃষ্টি।

আরও পড়ুন- West Bengal News Highlights: শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ২৫ মিনিট বন্ধ পরিষেবা

Advertisment

আরও পড়ুন- Iskcon kolkata: 'বাংলাদেশে শ্মশানও হিন্দুদের জন্য নিরাপদ নয়’! বুক ফাটা হাহাকার ইসকনের

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখন শীতের অনুভূতি থাকলেও এটা আপাতত আগামী কয়েকদিন আর বাড়বে না। বুধবার অর্থাৎ বড়দিনের আগে রাজ্যের তাপমাত্রা আরও খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে সকালের দিকে।

আরও পড়ুন- Fake Doctors Arrested: চোখ কপালে তোলা ডিগ্রি! শহরের নামী চিকিৎসকের পর্দা ফাঁস

এদিকে, ডিসেম্বর মাস শেষ হতে চলল পশ্চিমের জেলাগুলিতে ভালোমতো ঠান্ডা পড়লেও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে এখনও কাঁপানো শীত অধরা। নতুন করে রাজ্যে জমাটি শীত (Winter) কবে থেকে পড়তে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাচ্ছেন না আবহাওয়াবিদরা।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather