/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/winterr.jpg)
কবে থেকে পড়বে জাঁকিয়ে ঠান্ডা?
দিন কয়েকের মধ্যেই জাঁকিয়ে শীতের অনুভূতি টের পাবেন বঙ্গবাসী। অন্তত এমনই অনুমান আবহাওয়াবিদদের। লেপ, কম্পল, সোয়েটার বের করতে হবে শীঘ্রই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমবে পশ্চিমের জেলাগুলিতেও। আগামী কয়েকদিনে বঙ্গে শীতের অনুভূতি আরও বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অপেক্ষা শেষ। জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নামবে। শীতের অনুভূতিও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই কলকাতার তাপমাত্রা আরও নামতে শুরু করবে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা না থাকার কারণে শীতের আমেজ জোরালো হবে। ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি থাকবে।
আরও পড়ুন- শুক্রবার ভোরে কাঁপল কলকাতা, রিখটার স্কেলে মাত্রা ৬.৩
দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা আরও কমতে শুরু করবে। ভোর ও রাতে শীতের অনুভূতি বাড়বে। কলকাতার পাশাপাশি দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ একাধিক জেলায় তাপমাত্রা কমবে।
এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলে শুরু থেকেই বলে আসছেন আবহাওয়াবিদদের একাংশ। এবছর বর্ষা যেমন লম্বা ইনিংস খেলেছে, তেমনি ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে পারে শীতও। একটানা বেশ কিছুদিন ধরেই জাঁকিয়ে শীতের অনুভূতি পেতে পারেন বঙ্গবাসী।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন