শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধরা জাঁকিয়ে শীত। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। তারই জেরে চড়ছে পারদ। ঝঞ্ঝার গেরোয় এবার রাজ্যে ডিসেম্বর-শেষেও বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বাধা কাটিয়ে কবে থেকে শীতের কামব্যাক? নতুন বছরের শুরু থেকে ফের পারদ পতনের সম্ভাবনা।
শীতপ্রেমী বাঙালির মন খারাপ। একের পর এক ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের প্রভাবে মুখ লুকিয়েছে শীত। ডিসেম্বর শেষ হতে চললেও এখনও হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গী হতে পারেনি বাঙালি। মাঝে এক-দু'দিন হুড়মুড়িয়ে পারদ নামলেও তা স্থায়ী হয়নি। ফের রাজ্যে ঢুকে পড়ে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এবার তারই জেরে রাজ্যে ফের এক দফায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন- সংঘাত সপ্তমে! মমতাকে আচার্য নিয়োগের ভাবনা, ব্রাত্যর মন্তব্যে ‘অপমানিত’ রাজ্যপাল
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
আরও পড়ুন- বাংলায় সামান্য কমল দৈনিক সংক্রমণ! দুইয়ের উপরে আক্রান্তের হার
তবে ২৯ ডিসেম্বর বুধবার বৃষ্টি বাড়বে। ওই দিন এই চার জেলার পাশাপাশি আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝঞ্ঝা কাটতে শুরু করলেই ফের ফিরবে শীত। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর আগে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না। তবে নতুন বছর শুরুর কয়েকদিন পর থেকেই ফের নামতে পারে পারদ।