West Bengal Weather Update 29 May 2024: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছিল তাপমাত্রা। কিন্তু রেমাল বিদায় নেওয়ার পরেই ভ্যাপসা গরম রাজ্যজুড়ে। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকী মে মাসের শেষদিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের কয়েকটি জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার আকাশ মেঘলা থাকবে কলকাতার। কোথাও কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন Cyclone Remal Effect: রেমাল এফেক্ট দিনভর! ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায়? আবহাওয়ার উন্নতি কবে?
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।