পুজো শুরু পুরোদমে। পূর্বাভাস ছিল, যে ষষ্ঠী পর্যন্ত আবহাওয়া ভালো থাকলেও সপ্তমী থেকে ঝেঁপে বৃষ্টির হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়ার সাম্প্রতিকতম আপডেট স্বস্তি দিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের অভিমুখ ওড়িশার দিকে সরছে। ফলে পুজোর চারদিন বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত পুজোর আনন্দ মাটি করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সপ্তমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝেঁপে বৃষ্টির আশঙ্কা ছিল। তবে আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেটে বিরাট স্বস্তি। ষষ্ঠী পর্যন্ত কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি চললেও সপ্তমী থেকে বৃষ্টির প্রকোপ কমে যাবে।
আরও পড়ুন- ‘দেউলিয়া রাজ্য, অর্থনৈতিক অপরাধ মুখ্যমন্ত্রীর’, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিচ্ছেন শুভেন্দু
পুজোর চারদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। তবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি কমবে।
এদিকে, শুক্রবার সকাল থেকেই কলকতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও ততই বাড়বে। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতিও তৈরি হতে পারে।