West Bengal Weather: রাজ্যে জাঁকিয়ে শীত কার্যত উধাও, কবে থেকে ফের পারদ পতন?

West Bengal Weather Update 5 January 2025: দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিংয়ে তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৬.২ ডিগ্রি।

West Bengal Weather Update 5 January 2025: দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিংয়ে তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৬.২ ডিগ্রি।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast,weather update,winter,west bengal weather forecast,আবহাওয়ার পূর্বাভাস,শীত

রাজ্যে জাঁকিয়ে শীত কার্যত উধাও, কবে থেকে ফের পারদ পতন?

West Bengal Weather Update 5 January 2025: রবিবার থেকেই রাজ্যজুড়ে কুয়াশার দাপট। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সিকিম, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisment

বছরের শুরুতেই জাঁকিয়ে শীত কার্যত উধাও। সকাল থেকে কলকাতা ও জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট। আবহাওয়া দফতর সূত্রে খবর,  আগামী দুদিন রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়বে। বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা নামবে।

দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিংয়ে তুষারপাত, বৃষ্টির  সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। এদিকে দৃশ্যমানতা কম থাকায় সকাল থেকে গঙ্গা সাগরে বন্ধ ভেসেল পরিষেবা। 

Advertisment

সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কোনও কোনও জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। এই মুহূর্তে শীতের দুরন্ত মেজাজ রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা  দার্জিলিং এবং কালিম্পঙে। উত্তরবঙ্গের  জেলাগুলিতেও ঠান্ডার ভালোমতো মেজাজ রয়েছে। তবে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা একটু বাড়তে পারে।

আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। ওই দিন বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

weather Alipur weather Office