Advertisment

West Bengal News Highlights: প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল করল ইউনূস প্রশাসন

West Bengal News Highlights Today 05 Dec, 2025: আজকেই বাংলাদেশ উপকূল রক্ষীবাহিনীর তরফে ৬টি ট্রলার সহ ৯৫ জন কাকদ্বীপের মৎস্যজীবীদের তুলে দেওয়া হবে ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর হাতে। চরম উৎকণ্ঠায় ছিলো ৯৫ টি মৎস্যজীবী পরিবার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh news,Fire in Bangladesh Secretariat,Muhammad Yunus,বাংলাদেশ সচিবালয়ে আগুন

Muhammad Yunus: মহম্মদ ইউনূস

Latest West Bengal News Highlights: পোরবন্দরে ভেঙে পড়ল কোস্ট গার্ডের কপ্টার। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের।  ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে দমকলের একাধিক ইঞ্জিন। ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। গুজরাটের পোরবন্দর বিমানবন্দরে বিরাট দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর একটি হেলিকপ্টার।  দুর্ঘটনায় বহু মানুষের আহত হওয়ার খবর মিলেছে। আহতদের চিকিৎসার জন্য সিভিল  হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়। আজকের এই  দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।  প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে হেলিকপ্টারটি ওড়ার কিছু সময়ের মধ্যেই সেটিতে  প্রযুক্তিগত ত্রুটির ধরা পড়ে। এর কিছু সময় পরেই কপ্টারটি ভেঙে পড়ে। আধিকারিকরা জানিয়েছেন কপ্টারটিতে দুই পাইলটসহ আরও তিনজন ছিলেন। দুর্ঘটনার জেরে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসতে চলেছেন জেলার ডিএম ও এসপি।

Advertisment

'সম্পূর্ণ প্রস্তুত' ভারত, চিনের পরিস্থিতি নিয়ে তথ্য দেওয়ার অনুরোধ WHO-কে

আরজি কর কাণ্ডে একমাত্র দোষী সঞ্জয় রায় সেকথা মানতেই চাইছেন না নির্যাতিতা চিকিৎসকের পরিবার। মৃতা চিকিৎসকের পরিবারের তরফে শিয়ালদা কোর্টে ৩৫টি প্রশ্ন তোলা হয়েছে। সিবিআই তদন্ত নিয়েও এবার প্রশ্ন তোলা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। এনিয়ে ৫৭ পাতার একটি ফাইল আদালতে জমা দেওয়া হয়। দোষীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি গোটা ঘটনায় আর কেউ জড়িত কিনা তা নিয়ে জোরদার তদন্তের জোরালো সওয়াল করেছে নির্যাতিতার পরিবার। ক্রাইম সিন লোপাট সহ সেই রাত্রে যারা তরুণী চিকিৎসকের সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছিলেন তাদের হেফাজতে নিয়ে জেরারও আবেদন করা হয়েছে। সেই রাত্রে অন লাইনে খাবার ডেলিভারি করা হলেও হদিস মেলেনি কন্টেনারের। এর পাশাপাশি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আগামী ৮ জানুয়ারি এবিষয়ে বিস্তারিত সওয়াল জবাবে সায় দিয়েছে আদালত। 

ভারতের সঙ্গে চরম উত্তেজনার মাঝেই সাঁজোয়া যান কিনছে বাংলাদেশ, সীমান্ত সংঘাতের আশঙ্কা?

Advertisment

লক্ষ্য ছিল এক কোটি সদস্য সংগ্রহ। সেই লক্ষ্যেই বঙ্গ বিজেপিকে লক্ষ্যমাত্রা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এক কোটির লক্ষ্য মাত্রা থাকলেও আপাতত রাজ্য বিজেপির সংগ্রহে মাত্র ৪০ লক্ষ। এপ্রসঙ্গে  রাজ্য সভাপতি জানিয়েছেন,  'এখনো পর্যন্ত ৪০ লাখ সদস্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। ১০ জানুয়ারির মধ্যে সংখ্যাটা  ৫০ লাখ হয়ে যাবে। বঙ্গ বিজেপির দাবি,  আরজি কর কাণ্ড ও দুর্গাপুজোর কারণে সদস্য সংগ্রহ অভিযানে কিছুটা বিলম্ব হয়। বিজেপি সূত্রে খবর সাধারণ সদস্য'র পাশাপাশি সক্রিয় সদস্য অভিযানও চলছে। এরপর শুরু হবে কমিটি গঠনের প্রক্রিয়া।

'সেনার মনোবল ভাঙছেন মমতা'

মালদায় তৃণমূল নেতা খুনের কিনারা এখনো হয়নি। এর মাঝেই । তিন দিন আগেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন কেষ্ট ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা মামন শেখ। খুনের আশঙ্কার পরই গতকাল রাত্রে বোমাবাজি। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়া হয়। তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকির অভিযোগ উঠেছিল তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধান মামন শেখ। বোমাবাজির ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।  

'গ্রেফতারি স্রেফ সময়ের অপেক্ষা'! বিজেপি সাংসদের হুঙ্কারে কাঁপছেন বাবুল? বেনজির 'সেতু-যুদ্ধের' শেষ কোথায়?

এবার শিয়ালদা স্টেশনে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। স্টেশন চত্ত্বরে ওই মহিলাকে ঘোরাফেরা করতে দেখেই সন্দেহ হয় পুলিশ। জেরায় তিনি দেখাতে পারেন নি কোন বৈধ নথি। পুলিশের কাছে ওই মহিলা নিজেকে বাংলাদেশি বলে দাবি করেছেন। জানা গিয়েছে তিন দিন আগে তিনি শিয়ালদা আসেন। তবে কীভাবে ভারতে প্রবেশ তা জানতে মহিলাকে জেরা লালবাজারের। আজই ধৃতকে আদালতে পেশ করা হবে। 

নাওয়া খাওয়া ছেড়েছে 'আদরের পুটু'! তৃণমূল নেতা খুনে পোষ্যের ব্যাকুলতা চোখে জল আনবে

মালদায় তৃণমূল নেতা খুনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৫। দুই অভিযুক্ত এখনো অধরা। তাদের গ্রেফতার করতে ইতিমধ্যে পুরষ্কার ঘোষণা মালদা জেলা পুলিশের। খুনের পিছনে কী কারণ তাও এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক ষড়যন্ত্রের। পুলিশের শীর্ষ আধিকারিকরা মনে করছেন এই দুই অধরাকে গ্রেফতার করতে পারলেই খুনের মোটিভ পরিষ্কার হবে। ধৃত ২ জনের সন্ধানে ২ লক্ষ টাকা করে পুরষ্কার ঘোষণা মালদা জেলা পুলিশের। কেন নিহত তৃণমূল নেতার নিরাপত্তা তুলে নেওয়া হল তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবারের সদস্যরা।  

আরজি কর কাণ্ডে এতদিনে টনক নড়ল রাজ্যের? সরকারি হাসপাতালের পরিষেবায় এবার আমূল বদল

মালদার পর এবার মুর্শিদাবাদে শ্যুট আউট। নওদার সর্বাঙ্গপুরে গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে চূড়ান্ত চাঞ্চল্য। বিজেপির দাবি তৃণমূলের লোকেরা গুলি চালিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জখম যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। 

অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ মমতার। এবার পালটা ৫ পাতার খোলা চিঠি শুভেন্দুর। ভোট ব্যাঙ্কের স্বার্থেই বিএসএফকে অবমাননা এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

১৮-এর নিচে আর ফেসবুক-ইনস্টাগ্রাম নয়, বিরাট সিদ্ধান্তের পথে মোদী সরকার

রবিবার থেকেই রাজ্যজুড়ে কুয়াশার দাপট। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সিকিম, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

  • Jan 05, 2025 18:48 IST

    West Bengal News Live: প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল করল ইউনূস প্রশাসন

    ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল। বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফর বাতিল। ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। সফর বাতিল করেছে বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রক। 



  • Jan 05, 2025 17:30 IST

    West Bengal News Live: শিয়ালদহ স্টেশনে গ্রেফতার বাংলাদেশি মহিলা

    এবার শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। পুলিশ সূত্রে খবর, কোনও বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট দেখাতে পারেননি ওই মহিলা। কীভাবে, কাদের সাহায্য়ে অনুপ্রবেশ? খতিয়ে দেখছে পুলিশ। 



  • Jan 05, 2025 17:04 IST

    West Bengal News Live: মমতাকে জন্মদিনে শুভেচ্ছা মোদীর

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে মমতাকে শুভেচ্ছা জানান তিনি। তৃণমূল নেত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।



  • Jan 05, 2025 15:16 IST

    West Bengal News Live Updates: ৬টি ট্রলার সহ ৯৫ জন কাকদ্বীপের মৎস্যজীবীদের ফেরাল বাংলাদেশ

    আজকেই বাংলাদেশ উপকূল রক্ষীবাহিনীর তরফে ৬টি ট্রলার সহ ৯৫ জন কাকদ্বীপের মৎস্যজীবীদের তুলে দেওয়া হবে ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর হাতে। চরম উৎকণ্ঠায় ছিলো ৯৫ টি মৎস্যজীবী পরিবার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘরে ফিরছে মৎস্যজীবীরা। এই মুহূর্তে খুশি মৎস্যজীবী পরিবার পরিজন। এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা কখন নিজের প্রিয় জনকে দেখতে পাবে সেই পথ চেয়ে বসে রয়েছে মৎস্যজীবী পরিবারের সদস্যরা। আগামীকাল গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে মৎস্যজীবী মহলে এই মুহূর্তে খুশির ছবি ঘরের ছেলে ঘরে ফিরছে। অন্যদিকে একসাথে  ভারতে আটক ৯০ জন বাংলাদেশী মৎস্যজীবীদেরকে ও বাংলাদেশ উপকূল রক্ষীবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সমস্ত প্রক্রিয়াটি আজকে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।



  • Jan 05, 2025 14:28 IST

    West Bengal News Live Updates: ভর্তির টাকা না পেয়ে আত্মঘাতী কিশোরী

    নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল মেয়ে সেই কারণে ভর্তির টাকা চেয়েছিল বাবার  কাছে। কিন্তু ভ্যান চালক বাবা জানিয়েছিলেন  একদিন পরে ভর্তি টাকা দেবেন। সেই অভিমানে  বিষ খেয়ে আত্মঘাতী হয় জীবনতলা থানার সারেঙ্গাবাদ ইট খোলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। শনিবার তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ছাত্রীর। ক্যানিং পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া। 



  • Jan 05, 2025 13:48 IST

    West Bengal News Live Updates: শ্যামাসুন্দরী মন্দির স্থায়ী ভাবে বন্ধ করতে চাইছে তৃণমূল? কেন?

    সুকিয়া স্ট্রিটের শ্যামাসুন্দরী মন্দির কর্তৃপক্ষের  বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। এবার সেই ঘটনায় আসরে নামল বঙ্গ বিজেপি। পদ্মশিবিরের দাবি, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিজেপির তরফে এক্স-এ এক পোস্টে উল্লেখ করা হয়েছে মা কালী, মহাদেব এবং জগন্নাথ দেবের মূর্তিগুলি তৃণমূল নেতা কুনাল ঘোষ, টিএমসি্র স্থানীয়  গুন্ডা এবং স্থানীয় কাউন্সিলরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই একটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। পাশাপাশি বিজেপির অভিযোগ দীর্ঘদিন ধরেই সুকিয়া স্ট্রিটের মন্দিরের তহবিলে হাত বসাতে চাইছে তৃণমূল। কিন্তু সেটা করতে পারেনি। রাজনৈতিক হস্তক্ষেপের জেরে শ্যামাসুন্দরী মন্দির বন্ধ হয়ে যাওয়ার মুখে । ভিডিওতে, এক পুরোহিতকে প্রকাশ্যে বলতে শোনা গিয়েছে কীভাবে কেলেঙ্কারিতে অভিযুক্ত কুনাল ঘোষ সহ টিএমসি নেতারা, এবং তারা কীভাবে মন্দিরটিকে স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করছেন। ঘটনায় কলকাতা পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 



  • Jan 05, 2025 13:24 IST

    West Bengal News Live Updates: গুজরাটের পোরবন্দেরে কপ্টার ভেঙে মৃত তিন

    পোরবন্দের ভেঙে পড়ল কোস্ট গার্ডের কপ্টার। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের।  ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে দমকলের একাধিক ইঞ্জিন। ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। 


    গুজরাটের পোরবন্দর বিমানবন্দরে বিরাট দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর একটি হেলিকপ্টার।  দুর্ঘটনায় বহু মানুষের আহত হওয়ার খবর মিলেছে। আহতদের চিকিৎসার জন্য সিভিল  হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়। আজকের এই  দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।  


    প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে হেলিকপ্টারটি ওড়ার কিছু সময়ের মধ্যেই সেটিতে  প্রযুক্তিগত ত্রুটির ধরা পড়ে। এর কিছু সময় পরেই কপ্টারটি ভেঙে পড়ে। আধিকারিকরা জানিয়েছেন কপ্টারটিতে দুই পাইলটসহ আরও তিনজন ছিলেন। দুর্ঘটনার জেরে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসতে চলেছেন জেলার ডিএম ও এসপি।



  • Jan 05, 2025 12:35 IST

    West Bengal News Live Updates: সাগরমেলা শুরুর মুখে ঘন কুয়াশার জেরে বিঘ্নিত ভেসেল পরিষেবা

    সাগরমেলা শুরুর মুখে ঘন কুয়াশার জেরে বিঘ্নিত ভেসেল পরিষেবা। সকাল থেকে ঘন কুয়াশার জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক ফেরি পরিষেবা বিঘ্নিত। সবচেয়ে বেশী প্রভাব পড়েছে সাগর- পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। সকালে সাগরের কচুবেড়িয়ার দিক থেকে ভেসেল ছাড়লেও পরে পুরোপুরি বন্ধ করে দিতে হয়।  গঙ্গাসাগরে যাওয়া পুণ্যার্থীরা চরম ভোগান্তিতে। বেলা বাড়লেও কুয়াশা কমার কোন লক্ষণ নেই। কাকদ্বীপ ও সাগরের প্রান্তে অসংখ্য সাধারণ যাত্রী ও পুণ্যার্থী আটকে পড়েছেন। কুয়াশা কাটার পর স্বাভাবিক হবে ফেরি সার্ভিস পরিষেবা।



  • Jan 05, 2025 12:28 IST

    West Bengal News Live Updates: আরজি কর কাণ্ডে ৩৫ প্রশ্নের উত্তর এখনও অধরা

    আরজি কর কাণ্ডে একমাত্র দোষী সঞ্জয় রায় সেকথা মানতেই চাইছেন না নির্যাতিতা চিকিৎসকের পরিবার। মৃতা চিকিৎসকের পরিবারের তরফে শিয়ালদা কোর্টে ৩৫টি প্রশ্ন তোলা হয়েছে। সিবিআই তদন্ত নিয়েও এবার প্রশ্ন তোলা হয়েছে নির্যাতিতার  পরিবারের তরফে। এনিয়ে ৫৭ পাতার একটি ফাইল আদালতে জমা দেওয়া হয়। দোষীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি গোটা ঘটনায় আর কেউ জড়িত কিনা তা নিয়ে জোরদার তদন্তের জোরালো সওয়াল করেছে নির্যাতিতার পরিবার। ক্রাইম সিন লোপাট সহ সেই রাত্রে যারা তরুণী চিকিৎসকের সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছিলেন তাদের হেফাজতে নিয়ে জেরারও আবেদন করা হয়েছে। সেই রাত্রে অন লাইনে খাবার ডেলিভারি করা হলেও হদিস মেলেনি কন্টেনারের। এর পাশাপাশি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আগামী ৮ জানুয়ারি এবিষয়ে বিস্তারিত সওয়াল জবাবে সায় দিয়েছে আদালত। 



  • Jan 05, 2025 12:14 IST

    West Bengal News Live Updates: আতঙ্ক নয় সতর্ক থাকুন, hmpv নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের আপডেট

    চিনে দাপিয়ে বেড়াচ্ছে নতুন ভাইরাস। এবার  WHO এর কাছে আপডেট চেয়েছে ভারত সরকার, জনসাধারণকে 'উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ' জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে কোন পরিস্থিতি মোকাবিলায় ভারত  'সম্পূর্ণ প্রস্তুত'। 



  • Jan 05, 2025 11:07 IST

    West Bengal News Live Updates: হাফেই সন্তুষ্টি বঙ্গ বিজেপির

    লক্ষ্য ছিল এক কোটি সদস্য সংগ্রহ। সেই লক্ষ্যেই বঙ্গ বিজেপিকে লক্ষ্যমাত্রা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এক কোটির লক্ষ্য মাত্রা থাকলেও আপাতত রাজ্য বিজেপির সংগ্রহে মাত্র ৪০ লক্ষ। এপ্রসঙ্গে  রাজ্য সভাপতি জানিয়েছেন,  'এখনো পর্যন্ত ৪০ লাখ সদস্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। ১০ জানুয়ারির মধ্যে সংখ্যাটা  ৫০ লাখ হয়ে যাবে। বঙ্গ বিজেপির দাবি,  আরজি কর কাণ্ড ও দুর্গাপুজোর কারণে সদস্য সংগ্রহ অভিযানে কিছুটা বিলম্ব হয়। বিজেপি সূত্রে খবর সাধারণ সদস্য'র পাশাপাশি সক্রিয় সদস্য অভিযানও চলছে। এরপর শুরু হবে কমিটি গঠনের প্রক্রিয়া।



  • Jan 05, 2025 10:46 IST

    West Bengal News Live Updates: 'সেনার মনোবল ভাঙছেন মমতা', ভোট রাজনীতির শিকার BSF?

    মমতা বন্দোপাধ্যায় যখন অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেছেন, পাশাপাশি বিএসএফের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের পুলিশ প্রশাসন।   ভুয়ো নথি, ইস্যুতে রাজ্যের পুলিশের ভুমিকাকে  কাঠগড়ায় তুলেছেন তিনি। সরাসরি মমতা সরকারকে নিশানা করে শুভেন্দু প্রশ্ন তুলেছেন রাজ্যে অনুপ্রবেশকারী ঢুকে গেলেও কীভাবে তৈরি হয়ে যাচ্ছে তাদের বৈধ নথি? শুভেন্দুর অভিযোগ, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সেনাদের নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ জানান ভোটব্যাঙ্কের লোভে রাজ্যের শিল্প, সংস্কৃতিকে বিসর্জন দেবেন না।



  • Jan 05, 2025 09:51 IST

    West Bengal News Live Updates: বীরভূমে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

    মালদায় তৃণমূল নেতা খুনের কিনারা এখনো হয়নি। এর মাঝেই বীরভূমে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। তিন দিন আগেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন কেষ্ট ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা মামন শেখ। খুনের আশঙ্কার পরই গতকাল রাত্রে বোমাবাজি। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়া হয়। তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকির অভিযোগ উঠেছিল তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধান মামন শেখ। বোমাবাজির ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।  



  • Jan 05, 2025 09:46 IST

    West Bengal News Live Updates: ম্যানগ্রোভ কেটে নিয়ে যাওয়ার পথে পুলিশের জালে ভ্যান চালক

    নদীর চরের ম্যানগ্রোভ কেটে নিয়ে যাওয়ার পথে পুলিশের জালে এক ভ্যান চালক। মাতলা নদী পাড়ের ম্যানগ্রোভ কেটে ভ্যান ভর্তি করে রাতের অন্ধ কারে বাড়ি নিয়ে যাবার পথে আটক ভ্যান চালক। বাজেয়াপ্ত করা হয়েছে ভ্যানটি । উদ্ধার হয়েছে প্রচুর ম্যানগ্রোভ গাছ । অভিযোগ গরানকাঠির বাসিন্দা আবুয়ালেম মোল্লা মাতলা নদীর চরের ম্যানগ্রোভ কেটে নিয়ে যাচ্ছিলেন বাড়িতে, গোপন সূত্র পুলিশ খবর পায় ওই এলাকা থেকে ভ্যানচালক শাহআলম মোল্লা কে ম্যানগ্রোভ গাছ সহ হাতেনাতে ধরে ফেলে কুলতলী থানার পুলিশ।



  • Jan 05, 2025 09:03 IST

    West Bengal News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকলো ট্রাক, জখম এক মহিলা

    বাসন্তীর শিবগঞ্জে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ল পিকআপ ভ্যান। ঘটনায় স্থানীয় এক মহিলা গুরুতর জখম হন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীর শিবগঞ্জে। আহত ব্যক্তিকে প্রতিবেশীর উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় তাকে। পরে রাতেই তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকে পড়ে পিক আপ ভ্যানটি। পুলিশ চালককে আটক করেছে।



West Bengal west bengal latest news news in west bengal West Bengal Police West Bengal News
Advertisment