কখনও রোদের প্রখর তেজ, আবার কখনও বৈশাখের আকাশে কালো মেঘের ঘনঘটা। বিগত কয়েকদিন ধরে বাংলার আকাশের চেহারাটা খানিকটা এরকমই। বৃষ্টির জেরে গরম থেকে খানিকটা স্বস্তিতে করোনায় ঘরবন্দি বাংলা। আগামী কয়েকদিনে রাজ্য়ে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি।
আরও পড়ুন: করোনায় বাংলায় মৃত বেড়ে ৭২, চিকিৎসাধীন ১০৪৭
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। শুক্র-শনি ও আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্য়দিকে, মালদা, দুই দিনাজপুরেও শুক্রবার ও আগামী মঙ্গলবার ঝড়-বৃষ্টি হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন