আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুক্রবার রাত থেকে বাড়তে শুরু করেছে রাতের তাপমাত্রা। ফিকে হচ্ছে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আবহাওয়ার এই বদল। এবার ঝঞ্ঝার জেরেই ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। রবিবার রজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারের চেয়ে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় সকাল থেকে কুয়াশার দাপট। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে ভোরের দিকে কুয়াশা দেখা যায়। তবে বেলা বাড়তেই কুয়াশা সরবে। পরিস্কার হবে আকাশ।
অন্যদিকে ভরা জানুয়ারিতেও বৃষ্টির হাত থেকে মুক্তি নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের একবার ভিজতে পারে বাংলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাড়ছে রাতের তাপমাত্রা।
রবিবার ঝঞ্ঝার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবারেও। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে আগামী কয়েকদিন শীতের আমেজ ফিকে হয়ে রাতের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যেতে পারে।
আরও পড়ুন- রাজ্যের করোনা দৌড় অব্যাহত! একদিনে সংক্রমিত ১৮ হাজার পার, কলকাতায় মৃত ৭
বাধা কাটিয়ে কবে ফিরবে শীত? সেব্যাপারে স্পষ্ট করে এখনই কিছু জানাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। সেই কারণেই শীতের আমেজ আরও ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ বদল হবে না।