জানুয়ারির প্রথম সপ্তাহেই উধাও ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাড়ছে রাতের তাপমাত্রা। তারই জেরে ফিকে শীতের আমেজ। এবার ঝঞ্ঝার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আগামী ১২-১৪ জানুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
মাঝের দু-একদিন বাদ দিলে জাঁকিয়ে শীত এবার কার্যত অধরাই থেকে গিয়েছে। স্থায়ীভাবে টানা কয়েকদিন হাড়কাঁপানো ঠান্ডার সাক্ষী থাকতে পারেনি বঙ্গবাসী। তবে উত্তরবঙ্গের দার্জিলিং-সহ কয়েকটি জেলা এক্ষেত্রে ব্যতিক্রম।
আরও পড়ুন- কোভিড-বিধিনিষেধ আংশিক ছাড়, নয়া নির্দেশিকা জারি নবান্নের
এদিকে, দক্ষিণবঙ্গে এবার রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সৌজন্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার জেরেই রাজ্যে ভরা পৌষেও বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- ১৯ হাজার ছুঁইছুঁই দৈনিক আক্রান্ত, উদ্বেগ বাড়াচ্ছে বাংলায় সংক্রমণের হার
চলতি মরশুমে কি ফের ফিরবে শীত? এব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনও তথ্য দিতে পারছে না আলিপুর আবহওয়া দফতর। আবহাওয়াহিদরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।