West Bengal Weather Update 20 December 2024: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরেই ভরা শীতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। বৃষ্টির পালা চুকিয়ে ফের ঠান্ডার জমাটি কামব্যাক কবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ ও কাল শনিবার কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় আজ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে বেলা গড়ালেই পরিস্থিতি বদলাতে পারে। আজ কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ুন- West Bengal News Highlights: যোগ্য ও অযোগ্যদের আলাদা করা না গেলে গোটা প্যানেল বাতিল, সাফ জানাল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন- RG Kar Case: CBI তদন্তে চূড়ান্ত অনাস্থা, হাইকোর্টে মামলা আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও-কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি কয়েকটি জেলায় আগামি কয়েকদিন থাকবে কুয়াশার দাপট।
আরও পড়ুন- Weekend getaways: কলকাতার কাছেই অনিন্দ্যসুন্দর এক নদী পাড়! 'সেরার সেরা' উইকেন্ড ট্রিপের দুরন্ত অভিজ্ঞতা নিন
ঠান্ডার কামব্যাক কবে?
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে বৃষ্টির পালা চুকলেই ফের কামব্যাক ঠান্ডার। এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ফের জোরালো শীতের অনুভূতি ফিরবে বঙ্গে। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগেই শীতের দাপুটে কামব্যাক হতে পারে।