বছরের প্রথম দিনে দাপট কমাল শীত। কলকাতায় সামান্য় চড়ল পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত কয়েকদিন ধরে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করেছে বাংলা, তবে ঠান্ডার কাঁপুনিভাব অনুভূত হয়নি।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪ ডিগ্রিতে। অন্য়দিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১০.৩ ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে, মেদিনীপুরে পারদ নেমেছে ১২.১ ডিগ্রিতে, পুরুলিয়ার তাপমাত্রা ৭ ডিগ্রি, ব্য়ারাকপুরে পারদ নেমেছে ১১.৩ ডিগ্রিতে।
আরও পড়ুন: আচমকাই আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী, বাসিন্দাদের খোঁজ-খবরের সঙ্গেই রাঁধলেন আলু-বরবটির তরকারি
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্য়ে জাঁকিয়ে শীতের আমেজ বহাল থাকবে। আগামী কয়েকদিন রাজ্য়ের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ, ন্য়ূনতম ৩৬ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন