সকাল থেকেই রোদ ঝলমলে আকাশে শীতের আমেজ বাংলায়। ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে এবার জাঁকিয়ে বসতে পারে শীত। যদিও গতকাল শহরে পারদ চড়েছে। এদিন অবশ্য় সামান্য় পারদ পতন হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪.৬ ডিগ্রিতে। অন্য়দিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১৫ ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি, বাড়ি ফিরলেন সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্য়ূনতম ৪৯ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন