scorecardresearch

কনকনে ঠান্ডা, কলকাতায় তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

weather update, আবহাওয়ার খবর
ফাইল ছবি।

বাংলায় ঠান্ডার কাঁপুনি অব্য়াহত। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় জাঁকিয়ে শীতের আমেজ বহাল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩.২ ডিগ্রিতে। অন্য়দিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১০.৩ ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াসে, মেদিনীপুরে পারদ নেমেছে ১২.১ ডিগ্রিতে, পুরুলিয়ার তাপমাত্রা ৮.৪ ডিগ্রি, ব্য়ারাকপুরে পারদ নেমেছে ৯.২ ডিগ্রিতে।

আরও পড়ুন: ছোট সমস্যা সুরাহায় মমতার নয়া উদ্যোগ, এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির ঘোষণা

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্য়ে জাঁকিয়ে শীতের আমেজ বহাল থাকবে। আগামী কয়েকদিন রাজ্য়ের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্য়ূনতম ৪১ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather update kolkata forecast 29 december 2020 winter