বর্ষা বিদায় নিয়েছে। বাংলাজুড়ে ঠান্ডার শিরশিরানি ভাব। তারমধ্য়েই হঠাৎ এসে পড়ল বৃষ্টি। শনিবার বেলা গড়াতেই আকাশের মুখভার হয়ে গেল। রোদ ঝলমলে আকাশ রূপ বদলে মেঘে ঢাকল। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে এদিন। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন কলকাতা-সহ রাজ্য়ের কোনও কোনও জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, দক্ষিণ দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বাংলায় একদিনে রেকর্ড সুস্থতা, কমল দৈনিক আক্রান্ত-মৃত্যুর সংখ্যাও
আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৭৭ শতাংশ, ন্য়ূনতম ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন