West Bengal Weather Update: তীব্র শীতে কাঁপবে বাংলা! জেলায় জেলায় জোরালো হবে ঠান্ডার কামড়। বর্ষবরণে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
ভরা পৌষেও জাঁকিয়ে শীত অধরা। ২৫ ডিসেম্বর বড়দিনে ঠান্ডার দাপুটে ইনিংস না পেয়ে কার্যত হতাশ বঙ্গবাসী। তবে বর্ষবরণের জমাটি ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী? কী জানালো হাওয়া অফিস?
নতুন বছর পড়লেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় বেশ খানিকটা পারদ নেমে যেতে পারে। বর্ষ শেষের রাতে শীতের আমেজ বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরের তাপমাত্রা আগামী ৩১ ডিসেম্বর নাগাদ ১৪ ডিগ্রির আশেপাশে নেমে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
একাধিক জেলার তাপমাত্রাও ১০ ডিগ্রি কিংবা তারও নিচে নেমে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বর্ষবরণে দার্জিলিং সহ রাজ্যের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার চাদরে মুড়তে পারে উত্তরের প্রায় সব জেলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীত কামড় বসাতে পারে।
বর্ষশেষের রাতে মহানগরীতেও জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। নতুন বছরের শুরুতে তাপমাত্রা নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।