Advertisment

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, আবার কি ধেয়ে আসবে ঘূর্ণিঝড়?

''আগামী ৮ ও ৯ তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone, ঘূর্ণিঝড়, বঙ্গোপসগেরে ঘূর্ণিঝড়, নিম্নচাপ, cyclone storm, বঙ্গোপসাগর, bay of bengal, west bengal, weather update, rain, storm, cyclone alert, kolkata, weather news, weather upadate, আবহাওয়ার খবর, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়, কলকাতা, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, ঝড়বৃষ্টির পূর্বাভাস, সাইক্লোন, ঘূর্ণিঝড় আপডেট, সাইক্লোন আপডেট, বঙ্গোপসাগরে নিম্নচাপ

প্রতীকী ছবি।

বাংলায় আমফানের ক্ষত শুকোতে না শুকোতেই সাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে আবারও এক নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৮ ও ৯ জুন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে কি ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা থাকছে?

Advertisment

ঠিক কী জানিয়েছে আবহাওয়া দফতর?

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, ''আগামী ৮ ও ৯ তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে''।

আবার কি তাহলে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকছে?

জবাবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানান, ''না, ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নেই। নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে বৃষ্টি হতে পারে''।

আরও পড়ুন: করোনায় রেকর্ড সংক্রমণ বাংলায়, একদিনে আক্রান্ত ৪২৭

উল্লেখ্য়, গত মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। আমফানের তাণ্ডবে তছনছ হয়েছে বাংলার একাংশ। সুপার সাইক্লোনের তাণ্ডবে বাংলায় ৮০ জনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে।

আজ বাংলার বড় খবর: তৃণমূলে অন্তর্কলহ-পুলিশি ঝামেলায় সায়ন্তন-শিক্ষামন্ত্রীকে তোপ দিলীপের-বিজেপির বিরুদ্ধে অনুযোগ চন্দ্র বসুর

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা আরও জানিয়েছেন, ''নিম্নচাপ তৈরি হলে, কোন দিকে ঢুকবে, তার উপর ভিত্তি করে বর্ষার গতিপথ বোঝা যাবে। সোমবার জানা যাবে বিশদে। হয়তো দেখবেন, নিম্নচাপের সঙ্গে সঙ্গে বর্ষাও ঢুকে গেল''। তবে এখনও বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়নি বলেই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এবার নিয়ম মেনেই ১ জুন কেরলে বর্ষা ঢুকেছে। বাংলায় কলকাতায় বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। এদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report
Advertisment