দোরগোড়ায় বর্ষা, তার আগে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্য়ে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: করোনাজ্বরে মারাত্মক কাবু বাংলা, একদিনে আক্রান্ত ৪৪৯ জন
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য়, রবিবার বিকেলে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। কিছুক্ষণের বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ৬৯ মিমি। এদিকে, আগামী ৪৮ ঘণ্টায় পূর্ব-মধ্য় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন