scorecardresearch

গ্রীষ্মের বিদায়, পরশু থেকেই বাংলায় বর্ষার ইনিংস শুরু

ইতিমধ্য়েই রাজ্য়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা।

monsoon, বর্ষা, বর্ষণ, বর্ষাকাল, বাংলায় বর্ষা আসছে
প্রতীকী ছবি।

স্বাভাবিক সময়েই এবার বাংলায় পা রাখছে বর্ষা। অন্তত এমনটাই প্রাথমিকভাবে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। সব ঠিক থাকলে আগামী ১১ ও ১২ জুনের মধ্য়েই বাংলার একাংশে ঢুকে পড়বে বর্ষা, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস। উল্লেখ্য়, এ রাজ্য়ে বর্ষা ঢোকার এখন স্বাভাবিক সময় ১১ জুন বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা।

এ প্রসঙ্গে এদিন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ”আশা করছি, আগামী ১১ ও ১২ জুন রাজ্য়ের কোথাও কোথাও বর্ষা ঢুকবে। এখন বাংলায় বর্ষার স্বাভাবিক সময় ১১ জুন। সব ঠিকঠাক থাকলে স্বাভাবিক সময়েই বর্ষা আসবে এ রাজ্য়ে”। এদিকে, ইতিমধ্য়েই রাজ্য়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা।

আরও পড়ুন: মমতার নয়া ঘোষণা, তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য সুখবর

উল্লেখ্য়, এ দেশে প্রথম বর্ষা ঢোকে কেরলে। দক্ষিণের এই রাজ্য়ে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১ জুন। এ বছর ১ জুনেই নির্ধারিত সময়ে কেরলে বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের টানেই এ রাজ্য়ে বর্ষা চলে আসবে বলে ক’দিন আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্য়েই রবিবার ও সোমবার কলকাতা-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলেও, অস্বস্তিকর গরম রয়েছে বাংলায়। রোদের প্রখর তাপের মাঝে কখনও কখনও কালো মেঘে ঢাকছে আকাশ। বিকেল বা সন্ধের দিকে কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে বঙ্গে। সব ঠিকঠাক থাকলে শেষ পর্যন্ত এ সপ্তাহের শেষেই বর্ষায় স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারবেন বঙ্গবাসী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather update monsoon rain forecast kolkata