/indian-express-bangla/media/media_files/2025/10/09/west-bengal-weather-update-monsoon-withdrawal-and-autumn-arrival-2025-10-09-08-36-34.jpg)
কবে থেকে মিলবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি?
Today Kolkata Weather: দুর্গাপূজার আগেই ঝড়-বৃষ্টিতে নাজেহাল হয়েছিলেন কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষজন। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী ১২ অক্টোবরের পর থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। তবে ভারীর বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। সাধারণত ১০ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়, তবে এবার সেই সময়সীমা আরও কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গের আটটি জেলায় আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই বড় ধরনের সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষার বিদায় কিছুটা বিলম্বিত হলেও, আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। পাশাপাশি ২৫ অক্টোবরের পর থেকে হেমন্তের আমেজ মিলবে বলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে রাজ্যজুড়ে ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা, মিলবে হেমন্তের ছোঁয়া।
রিপোর্টে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে সকাল ও সন্ধ্যায় থাকবে ঠান্ডা হাওয়ার পরশ। সকালে থাকবে হালকা শীতের আমেজ, দুপুরে কিছুটা গরম থাকলেও বিকেল গড়াতেই আবার পড়বে হালকা ঠান্ডা। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করলেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে হেমন্তের অনুভূতি স্পষ্ট হবে। ফলে দীপাবলির আগেই রাজ্যে নামতে চলেছে মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত, আর তার সঙ্গেই শুরু হবে হালকা শীতের আমেজ।
আরও পড়ুন- বিহারের পর বাংলা SIR, সাত দিনেই চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ কমিশনের