/indian-express-bangla/media/media_files/2025/09/24/sukanta-2025-09-24-12-21-24.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
West Bengal News Updates:পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের উন্নয়নে এবার ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স পোস্টে তিনি লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে অবরুদ্ধ (মৌলিক) অনুদানের প্রথম কিস্তি হিসেবে ৬৮০.৭১ কোটি টাকা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ সহায়তা রাজ্য জুড়ে ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি ব্লক পঞ্চায়েত এবং ২১টি জেলা পরিষদকে শক্তিশালী করবে।"
উত্তর প্রদেশের ফারুখাবাদে বড় বিমান দুর্ঘটনা। রানওয়ে থেকে টেক অফের সময়ই একটি ব্যাক্তিগত বিমান নিয়ন্ত্রণ হারিয়ে কাছেই ঝোপের মধ্যে গিয়ে ধাক্কা খায়। দুর্ঘটনায় বিমানের ডানা, সামনের চাকা এবং জেট ফ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানের জ্বালানি ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানে থাকা ছয়জনই নিরাপদে আছেন। দুর্ঘটনার সময় বিমানটি রানওয়ে ধরে প্রায় ৪০০ মিটার গিয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানটির একটি চাকার হাওয়া কম থাকার কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঝোপে গিয়ে পড়ে। জেলা শাসক আশুতোষ কুমার দ্বিবেদী বলেছেন, “নির্মাণাধীন একটি কারখানার এমডিকে নিয়ে ব্যক্তিগত জেট টেক অফের সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিকটবর্তী ঝোপে আছড়ে পড়ে। সৌভাগ্যবশত, বিমানের সব যাত্রী নিরাপদে বেরিয়ে আসেন। ঘটনায় কেউ আহত হননি।”
আরও পড়ুন- দুরন্ত তৎপরতায় শিশুকন্যাকে অপহরণের ছক বানচাল করল পুলিশ
#WATCH | Uttar Pradesh: A private aircraft lost control while taking off from the runway in Farrukhabad and collapsed in bushes nearby. The two pilots and passengers are safe.
— ANI (@ANI) October 9, 2025
(Video Source: Police) pic.twitter.com/pWlZOl3rmG
আরও পড়ুন-'SIR হলে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ', দাবি শান্তনুর, 'ক্ষতি মতুয়া উদ্বাস্তুদেরই' পাল্টা মমতাবালার
প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হওয়ার আগে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু? বৃহস্পতিবার এই মর্মে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচাপতি ওম নারায়ন রাই। টেট অনুত্তীর্ণদের একাংশ এবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগ, ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষায় একাধিক প্রশ্নে ভুল ছিল। তাঁদের দাবি, ওই দুটি পরীক্ষায় প্রায় ২০টি প্রশ্ন ভুল থাকার কারণে তাঁরা অকৃতকার্য হয়েছেন। যদি সেই প্রশ্নগুলিতে সঠিকভাবে নম্বর দেওয়া হয়, তাহলে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন বলে মত তাঁদের। ইতিমধ্যেই এই প্রশ্নভুল নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
- Oct 09, 2025 19:26 IST
Kolkata News Live Updates:বিজয়া সম্মিলনীতে হুঁশিয়ারি চেয়ারম্যানের
বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বৃহস্পতিবার বনগাঁ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দেন। চেয়ারম্যানের বক্তব্যে তিনি স্পষ্ট করেন, বনগাঁতে ঝাড়খন্ড ও অন্যান্য জায়গা থেকে অনিয়মিতভাবে লোক ঢুকছে এবং শহরে হার্মাদদের কোনও স্থান নেই। তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়া যাবে না। আমি চেয়ারম্যান হলেও, মরে গেলেও এই কথা বলব।”
- Oct 09, 2025 15:17 IST
Kolkata News Live Updates: ঘুঁটি সাজাতে আসরে বঙ্গ বিজেপি
পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। তার আগে ঘুঁটি সাজাতে আসরে বঙ্গ বিজেপি। নির্বাচনী রণকৌশন ঠিক করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিনের বৈঠকে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও, আজকের এই বৈঠকে হাজির থাকবেন বিপ্লব কুমার দেবও। বৈঠকে মূলত আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি, ভোটার তালিকা সংশোধন (SIR) এবং দলের সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে একাদশীর দিনও কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের বৈঠক রাজ্য বিজেপির নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- Oct 09, 2025 15:17 IST
Kolkata News Live Updates:কলকাতা হাইকোর্টে নাগরাকাটা কাণ্ডে সিবিআই, এনআইএ তদন্তের আবেদন
নাগরাকাটায় বন্যা বিধস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পাশাপাশি আক্রান্ত হন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুও। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন দুই বিজেপি নেতা। বুধবার শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতাল থেকে শঙ্কর ঘোষকে ছাড়া হয়। এদিকে গত ৬ অক্টোবরের ওই ঘটনার জল গড়াল হাইকোর্টে। এনিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে। বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বের উপর হামলার ঘটনায় NIA তদন্তের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলায় দায়ের করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, একরামূল হক, সহিদুল হক, ফজলুল করিম, গোবিন্দ শর্মা। পাশাপাশি এদিনই কলকাতা হাইকোর্টে নাগরাকাটা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। দুটি মামলাই আগামী ১৪ অক্টোবর শুনানির সম্ভাবনা।
- Oct 09, 2025 13:55 IST
Kolkata News Live Updates: একাধিক প্যারা টিচার সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার
একাধিক প্যারা টিচার সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আজ নবান্ন অভিযানের ডাক দেয় ১১টি প্যারা টিচার সংগঠন।
- Oct 09, 2025 12:21 IST
Kolkata News Live Updates: নাগরাকাটা কান্ডে গ্রেফতার আরও ২, মোট গ্রেফতারির সংখ্যা ৪
বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি পুলিশ। বুধবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের আইজিপি রাজেশ যাদব। বৃহস্পতিবার আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন, একরামূল হক, সহিদুল হক, ফজলুল করিম, গোবিন্দ শর্মা।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর জলপাইগুড়ি জেলায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের উপর আক্রমণ করা হয়েছে। বুধবার পুলিশের এই গ্রেপ্তারি ঘটনার পর দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, “আমাদের সহকর্মীদের উপর এই হামলা ছিল পূর্বপরিকল্পিত হত্যার ষড়যন্ত্র।” পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর সম্পূর্ণ দায় নিতে হবে। তাঁর পদত্যাগও দাবি করেন সুকান্ত।
- Oct 09, 2025 11:21 IST
Kolkata News Live Updates: আজ বঙ্গ বিজেপির মেগা বৈঠক
পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। তার আগে ঘুঁটি সাজাতে আসরে বঙ্গ বিজেপি। নির্বাচনী রণকৌশন ঠিক করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিনের বৈঠকে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও, আজকের এই বৈঠকে হাজির থাকবেন বিপ্লব কুমার দেবও। বৈঠকে মূলত আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি, ভোটার তালিকা সংশোধন (SIR) এবং দলের সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে একাদশীর দিনও কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের বৈঠক রাজ্য বিজেপির নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- Oct 09, 2025 11:21 IST
Kolkata News Live Updates: বাংলায় সাতদিনের মধ্যে SIR-এর প্রস্তুতি, বড় নির্দেশ কমিশনের
বিহারের পর বাংলার SIR-এর জোর প্রস্তুতি। আগামী সাত দিনের মধ্যে সেড়ে ফেলতে হবে যাবতীয় প্রস্তুতি। বুধবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি দল বুধবারই রাজ্যে আসেন। দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে SIR-এর যাবতীয় প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। বুধবার কমিশনের প্রতিনিধিরা উত্তর ২৪ পরগনার কয়েকটি বিধানসভা কেন্দ্রে সফর করেন।
সফরসূচী অনুসারে বৃহস্পতিবার তারা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সফর করবেন এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার BLOদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলে রয়েছেন দলে রয়েছেন উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খন্না, কমিশনের সচিব এসবি যোশী এবং উপ-সচিব অভিনব আগরওয়াল। ভারতী স্পষ্ট করে জানিয়েছেন, SIR-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পর কোনো বিলম্ব বা অজুহাত মানা হবে না। তিনি উল্লেখ করেছেন, “জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি পাওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে অন্তত ৩০% ফর্মের মুদ্রণ সম্পন্ন করতে হবে। বিহারের মতো কেন্দ্রীয়ভাবে মুদ্রিত ফর্মের পরিবর্তে, পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনকে স্থানীয়ভাবে মুদ্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, “ভোটার ফর্মের সফট কপি দিল্লি থেকে ERO-দের পাঠানো হবে, অফিসিয়াল পোর্টালে আপলোড করা হবে এবং তারপর মুদ্রিত ফর্মগুলি বুথ স্তরের অফিসারদের (BLO) বিতরণ করা হবে, যারা ঘরে ঘরে পৌঁছে বিতরণ ও সংগ্রহ করবে।” বিহারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সতর্ক করেছেন, যে কোনো জেলা কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেমন বিহারে প্রয়োগ করা হয়েছিল। যদিও এদিন উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধ্বস পরিস্থিতির প্রভাবিত জেলা থেকে কয়েকজন DEO বুধবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
- Oct 09, 2025 10:21 IST
Kolkata News Live Updates: কাশির সিরাপে শিশুর মৃত্যুর ঘটনায় বিরাট পদক্ষেপ
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে কাশির সিরাপ সেবন করার পর কিডনি সংক্রমণের কারণে শিশু মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে এসআইটি। শ্রীসান ফার্মাসিউটিক্যালের মালিক রঙ্গনাথন গোবিন্দনকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। ছিন্দওয়ারা এসপি অজয় পাণ্ডে জানিয়েছেন, ৮ অক্টোবর রাতে রঙ্গনাথন গোবিন্দনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশে আনা হবে। উল্লেখ্য কাশির সিরাপে বিষক্রিয়ার ঘটনায় ছিন্দওয়রায় এখনও পর্যন্ত ২০টির বেশি শিশুর মৃত্যু হয়েছে বলেই রিপোর্ট। উল্লেখ্য, রঙ্গনাথন গোবিন্দনকে গ্রেপ্তারের জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
- Oct 09, 2025 09:13 IST
Kolkata News Live Updates: ঘুমের মধ্যে প্রবল কম্পন! দুলে উঠল সবকিছু, চরম আতঙ্কে মানুষজন
ফের ভূমিকম্পে কেঁপে উঠল পৃথিবী। তুরস্কে আবারও অনুভূত হল শক্তিশালী ভূমিকম্প। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের একাধিক অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। GFZ জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রথমে কম্পনের মাত্রা ৫.৩৩ বলে অনুমান করা হলেও পরে তা সংশোধন করে ৪.৭ নির্ধারণ করা হয়েছে।
তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। - Oct 09, 2025 08:57 IST
Kolkata News Live Updates: SIR নিয়ে 'বোমা' ফাটালেন শুভেন্দু
বিহারের পর বাংলা জুড়ে চলছে SIR-এর প্রস্তুতি। ইতিমধ্যে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে SIR-এর যাবতীয় প্রস্তুতি। এর মাঝেই SIR নিয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "SIR হওয়া দরকার। SIR-এর কোন ভারতীয় তা সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য ধর্মালম্বী হোক তার নাম বাদ যাবে না। নাম বাদ যাবে চার রকমের। মৃত ভোটারের নাম থাকবে না। ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি থাকবে না। ভুয়ো ভোটার থাকবে না। রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকবে না। এই ধরণের ব্যাক্তিদের নাম ভোটার লিস্টে থাকাটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়"।
- Oct 09, 2025 08:40 IST
Kolkata News Live Updates: জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি কবে থেকে?
দুর্গাপূজার আগেই ঝড়-বৃষ্টিতে নাজেহাল হয়েছিলেন কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষজন। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী ১২ অক্টোবরের পর থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে।
পড়ুন ওয়েদার আপডেটঃ জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি কবে থেকে?