পুজোর ঠিক মুখে ফের তৈরি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে পুজোর প্রতিটি দিনেই বৃষ্টির আশঙ্কা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ভেস্তে দিতে পারে বৃষ্টি। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
পুজোর ঠিক মুখে হিমালয়ের পাদদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই পাশাপাশি আগামী রবিবার আন্দামান সাগরেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার পরের কয়েকদিনে তা সরে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এসে পৌঁছোবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। দফায়-দফায় সেই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে।
অর্থাৎ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমীর আনন্দ ভাসাতে পারে 'অসুর-বৃষ্টি'। নবমী-দশমীতে কলকাতায় বৃষ্টি বাড়তে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর ক'দিন দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভবানা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- সেঞ্চুরি ছুঁইছুঁই ডিজেল, ফের দাম বাড়ল পেট্রোলের
এদিকে, গত কয়েক সপ্তাহে দফায়-দফায় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। শহর কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতেও দফায়-দফায় ভারী-অতিভারী বৃষ্টি চলেছে বেশ কয়েকদিন ধরে। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমেছে। বৃষ্টি কমলেও বাড়ছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আবহাওয়ার এই পরিস্থিতি থেকে রেহাই নেই এখনই, এমনই জানিয়েছে হাওয়া অফিস।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন