করোনায় কাবু বাংলা। এদিকে, গরমেও হিমশিম অবস্থা বঙ্গবাসীর। এমন পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। সোমবার সন্ধের পর থেকে রাতভর তুমুল বৃষ্টি হয় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। কলকাতায় কালবৈশাখীতে ঘণ্টায় ৪৬ কিমি বেগে হাওয়া হয় শহরে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: দুপুরেই ঝাঁপ বন্ধ ফুল-মিষ্টির দোকানের, লকডাউনে নয়া নিয়ম বাংলায়
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিহার-উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরেই মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার পর কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দাপট ছিল।
উল্লেখ্য, গত শনিবার সন্ধের পরও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে কালবৈশাখী হয়েছে। গতকালেরর ঝড়বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার সন্ধেয় কলকাতায় কালবৈশাখী হয়েছে। সেদিন ঘণ্টায় ৫৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন