করোনা কাঁপুনির মধ্য়ে গত কয়েকদিন ধরেই বাংলায় ঝোড়ো ইনিংস খেলছে বৃষ্টি। আগামী কয়েকদিনে ব্য়াটে আরও রান তুলতে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে রাজ্য়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাংলায় ঝড়-বৃষ্টি চলবে। উল্লেখ্য়, বৃহস্পতিবারও বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গতকাল কলকাতায় কালবৈশাখী হয় বলে হাওয়া অফিস জানিয়েছে।
ঠিক কী জানিয়েছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বিহার/উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে রাজ্য়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টি চলবে বঙ্গে। এই সময়ের মধ্য়ে রাজ্য়ের বিভিন্ন জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: ‘করোনায় মৃত্য়ু নিশ্চিত করতে কেন সময় লাগছে’? মুখ্য়সচিবকে চিঠি কেন্দ্রীয় দলের
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রাজ্য়ের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে কলকাতা, হাওড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ ছেয়েছে কালো মেঘে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, ন্য়ূনতম ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০২.৯ মিমি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন