West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আজ থেকেই কাঁপানো বৃষ্টি, তুমুল দুর্যোগের আশঙ্কা কোন কোন জেলায়?

WB Weather Update: এই মরশুমে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। বর্ষা বঙ্গে ঢুকে টানা কয়েকদিন উত্তরবঙ্গেই থমকে ছিল। সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত বর্ষার পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। টানা কয়েকদিন তেড়ে বৃষ্টি না চললে বর্ষার চলতি মরশুমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

WB Weather Update: এই মরশুমে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। বর্ষা বঙ্গে ঢুকে টানা কয়েকদিন উত্তরবঙ্গেই থমকে ছিল। সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত বর্ষার পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। টানা কয়েকদিন তেড়ে বৃষ্টি না চললে বর্ষার চলতি মরশুমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি

Weather Today: বৃষ্টি ভেজা কলকাতা শহরের ছবি।

Bengal Weather Forecast: আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত হয়ে বাড়ি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুধু তাই নয়, মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি? জেনে নিন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

Advertisment

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্তীসগড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবারও বৃষ্টি কিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের জেলাগুলির। আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায়।

Advertisment

আরও পড়ুন- 21 July TMC Martyrs Day: ‘গাড়িতে নয় হেঁটে ঘুরুন’, তৃণমূল নেতাদের ‘পাঠ’! লক্ষ-লক্ষ চাকরির কথাও মমতার মুখে

কলকাতার ওয়েদার আপডেট (Kolkata Weather Forecast)

সোমবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। ভোরের দিকে হালকা বৃষ্টি হয়েছে তিলোত্তমা মহানগরীতে। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহানগরীতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Mamata Banerjee-Bangladesh: ‘তাজা প্রাণগুলো চলে যাচ্ছে’, বাংলাদেশ নিয়ে দুঃখপ্রকাশ করে আর কী কী বললেন মমতা?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে এই বর্ষায় এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি (Rainfall) হয়েছে। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পঙে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও।

আরও পড়ুন- Martyr’s Day July 21: বিরিয়ানি না মাংস-ভাত? তৃণমূলের সভায় মনটা বড্ড টানে কোনটা? সটান উত্তর যুবকের

Weather Report weather update weather today Rainfall in Bengal