পৌষ সংক্রান্তিতে শহর কলকাতায় শীতের আমেজ। আগামী দু'দিনে আরও নামবে তাপমাত্রা। তবে ওটুকুই। শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে অপেক্ষায় পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে নতুন করে ফের একবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। আজ হালকা বৃষ্টি চললেও শনিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দিন দু'য়েক রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দিন কয়েক আগেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বৃষ্টির রেশ কাটলেই ফের নামবে পারদ। ফের একবার শীতের ভরপুর আমেজের স্বাদ নেওয়ার সুযোগ হতে পারে বঙ্গবাসীর। তবে আপাতত বাঙালির এই শীতের স্বাধ পূরণ হচ্ছে না। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ঝঞ্ঝার জেরে কয়েকদিনের মধ্যেই ফের একবার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- ময়নাগুড়িতে রেল দুর্ঘটনা, মৃত বেড়ে ৭, একাধিক ট্রেন বাতিল, আজ যাচ্ছেন রেলমন্ত্রী
মোটের উপর চলতি বছরে শীত-ভাগ্য সহায় নয় বাঙালির। ডিসেম্বরের মাত্র দিন দুয়েক জাঁকিয়ে শীতের অনুভূতি মিলেছিল। তারপর থেকে হাড়কাঁপানো ঠান্ডা অধরাই রয়ে গিয়েছে। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন করে কনকনে ঠান্ডা ফিরবে কিনা স্পষ্ট করে তা জানাতে পারছে না আবহাওয়া দফতর।