দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবারও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আজ দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদনীপুর, হাওড়া, হুগলি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধামান জেলাতেও। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার একাংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- প্রধান শিক্ষকের ‘কু-কীর্তি’তে কান পাতা দায়! গোটা স্কুলই লাটে ওঠার জোগাড়!
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরই পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর, কোচবিহার ও মালদা জেলাতেও। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মহানগরীতে।