West Bengals Swasthyasathi project praised at St. Gallen Breast Cancer 2025 conference: ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পের ভূয়সী প্রশংসা আন্তর্জাতিক মহলে। এবার আন্তর্জাতিক ক্ষেত্রের প্রথিতযশা চিকিৎসকদের উপস্থিতিতে 'সেন্ট গ্যালেন'-এর মঞ্চে স্বীকৃতি পেল বাংলার 'স্বাস্থ্যসাথী' প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের দারুণ প্রশংসামূলক আলোচনা উঠে এসেছে 'দ্য ব্রেস্ট' নামের আন্তর্জাতিক জার্নালেও।
এর আগে বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে বাংলার 'কন্যাশ্রী' প্রকল্প। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আরও একটি প্রকল্প জায়গা করে নিল আন্তর্জাতিক মঞ্চে। 'স্বাস্থ্যসাথী' প্রকল্পকে মান্যতা দিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রের চিকিৎসকরা। বিশ্বের অন্যতম সেরা চিকিৎসকদের সম্মেলন 'সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৫'-এ ক্যান্সারের মত দূরারোগ্য ব্যাধির চিকিৎসায় সাধারণ মানুষের খরচ কমাতে বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্পের সফলতাকে বর্ণনা করেছেন এরাজ্য থেকে যাওয়া চিকিৎসকদের দল।
অস্ট্রিয়ায় আয়োজিত ওই সম্মেলনে বাংলার 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে ক্যান্সার রোগের চিকিৎসা নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন এ রাজ্যের প্রথিতযশা কয়েকজন চিকিৎসক। কীভাবে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সুবিধা নিয়ে এ রাজ্যের রোগীরা 'ব্রেস্ট ক্যান্সার'-এর চিকিৎসার খরচ বহুলাংশে কমাতে পেরেছেন সে ব্যাপারে বর্ণনা করা হয়েছে চিকিৎসকদের তরফে। 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সুবিধা নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীরা কীভাবে দিনের পর দিন কেমোথেরাপি চালিয়ে যাচ্ছেন নিখরচায় সে ব্যাপারেও বিস্তারিতভাবে জানানো হয়েছে বাংলার চিকিৎসকদের এই দলটির তরফে।
আরও পড়ুন- West Bengal News Live: আবারও বর্বরোচিত ঘটনা বাংলায়, যুবকের পাশবিক লালসার শিকার একরত্তি শিশুকন্যা
উল্লেখ্য, ২০১১ সালে এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে মানবমুখী একাধিক প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্প ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। রাজ্যের শাসকদল তৃণমূলের আরও দাবি, তাদের সরকারের আমলে তৈরি 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের 'কপি' করতে শুরু করেছে বিজেপিশাসিত রাজ্যগুলিও।
আরও পড়ুন- Kolkata Weather Today: দিন কয়েকেই রেকর্ড গরমে পুড়বে বাংলা, তাপপ্রবাহেরও সতর্কতা, বৃষ্টি নিয়ে বড় আপডেট