West Bengal News highlights: ভুয়ো ভোটার ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা, ২৬-এর নির্বাচনকে মাথায় রেখে বড় নির্দেশ অভিষেকের

West Bengal News Today 15 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Today 15 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
abhishek on fake voter

ভুয়ো ভোটার ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা, ২৬-এর বিধানসভাকে মাথায় রেখে বড় নির্দেশ অভিষেকের

Latest West Bengal News Highlights: পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগেই আজ ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে হাজির ছিলেন  বিধায়ক, সাংসদ জেলা সভাধিপতি সহ তৃণমূলের প্রায় সাড়ে ৪ হাজার প্রতিনিধি।

Advertisment

'গুজরাটের ভোটারের নাম বাংলায় এটা বিজেপির চক্রান্ত', দাবি অভিষেকের। এদিন বিকেল সাড়ে চারটের সময় শুরু হয় বৈঠক। গোটা নির্বাচনী প্রক্রিয়া ভুয়ো ভোটার চিহ্নিত করা ও তাদের বাদ দেওয়ার জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ। আগামী ৫ দিনের মধ্যে জেলাস্তরে কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। 

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার খুঁজতে আসরে অভিষেক। সাংগাঠনিক বৈঠকে ৫ দিনের মধ্যে জেলা কমিটি গঠনের নির্দেশ। রাজ্যের বাইরে যারা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কমিটি তৈরির ক্ষেত্রে সাংসদ-বিধায়কদের সর্বসম্মত ভাবে কমিটি তৈরির নির্দেশ।

অভিষেক স্পষ্ট ভাবে জানিয়ে দেন 'এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা'। কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু এজেন্সি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর কাজ করছেন বলেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। দলের তরফে ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। জেলা স্তর, ব্লক স্তর, পঞ্চায়েত স্তর, বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরি হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পরীক্ষার কাজ চলবে। গোটা প্রক্রিয়ার দায়িত্ব সামলাবে আইপ্যাক। 

Advertisment

আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, এবার কড়া নির্দেশ অভিষেক বন্দোপাধ্যায়ের। পদ পাইয়ে দেওয়ার নাম করে আমার নাম করে বা আইপ্যাকের নাম করে কোন টাকা তোলা যাবেনা। সাফ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমন কোন বিষয় সামনে এলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর নির্দেশ।   

কলকাতা শহরের কসবা ভিনরাজ্যের এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার একটি শপিং মলের ঠিক পিছন দিকের একটি জলাশয়ে শনিবার সকালে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পৌঁছোয় ঘটনাস্থলে। ওই যুবকের দেহটি উদ্ধার করা হয়। কোনওভাবে জলাশয়ে তলিয়ে গিয়ে মৃত্যু? নাকি ওই যুবককে খুন করে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক আদতে বিহারের বাসিন্দা। কসবায় এক আত্মীয়ের বাড়িতে তিনি ঘুরতে এসেছিলেন। 

গতকাল দোলের দিন রাতে ব্যাপক অশান্তি বাঁশদ্রোণী এলাকায়। স্থানীয় একটি পরিবারের অশান্তি মেটাতে গিয়ে রক্তাক্ত হলেন পাড়ার ক্লাবের বেশ কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, এলাকার ওই পরিবারের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগ ওঠে। গতকাল দোলের দিন ওই পরিবারের এক সদস্য পাড়ারই একটি কিশোরীকে রং মাখানোর সময় মারধর করেছিল বলে অভিযোগ। পাড়ার ক্লাবের সদস্যরা রাতে ওই বাড়িতে এই ঘটনার 'মীমাংসা' করতে গেলে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। পাল্টা ওই পরিবারের সদস্যদেরও দাবি, স্থানীয় ক্লাবের লোকজন তাঁদেরও মারধর করেছে। শেষমেষ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ সংবাদমাধ্যমে বলেন, "শুভেন্দু অধিকারীর হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছেন আর বড় বড় কথাবার্তা বলছেন। না হলে ওর এতদিন জেলখানায় থাকার কথা ছিল। গান্ধীর দেশে যাঁরা ভেদাভেদ করেন, তাঁরা রাজনীতিতে থাকার যোগ্য নন। তবে এটুকু বলছি, নন্দীগ্রামে এবার ওঁকে হারাব। এমএলএ হিসেবে ওঁর মেয়াদ আর এক বছর। তারপর রাস্তায় ঘুরবে।"

  • Mar 15, 2025 19:53 IST

    West Bengal News Live: মালদায় ফের খুন শাসক নেতা

    মালদা ফের খুন! পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন। জমি বিবাদের দুপক্ষের সংঘর্ষ আহত কমপক্ষে ৬। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কমল মন্ডল। আহত পরিবারেরই ৫ জন। আহত সকলকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।



  • Mar 15, 2025 17:52 IST

    West Bengal News Live: সোমবার ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী


    সোমবার ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পীরজাদাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। বিকেল চারটে নাগাদ বৈঠকের সম্ভাবনা। ফুরফুরা শরিফে নিয়ে উন্নয়ন পর্ষদ গঠনের চিন্তাভাবনা রাজ্য সরকারের। 



  • Mar 15, 2025 17:41 IST

    West Bengal News Live: আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, এবার কড়া নির্দেশ অভিষেকের


    আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, এবার কড়া নির্দেশ অভিষেক বন্দোপাধ্যায়ের। পদ পাইয়ে দেওয়ার নাম করে আমার নাম করে বা আইপ্যাকের নাম করে কোন টাকা তোলা যাবেনা। সাফ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির। অভিযোগ সামনে এলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর নির্দেশ। 



  • Mar 15, 2025 16:48 IST

    West Bengal News Live: 'জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে'

    'জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে',  পাকিস্তান নির্লজ্জ, রাষ্ট্র সংঘে আবারও প্রতিবেশী দেশের পর্দা ফাঁস করল ভারত। পাকিস্তানের উগ্র মানসিকতা এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করার নীতি সকলেরই জানা, সাফ বার্তা ভারতের। রাষ্ট্রসংঘের বৈঠকে ভারত দাবি করে বারবার মিথ্যা দাবি করলে পাকিস্তানের মিথ্যা সত্য হবে না এবং সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থনের বাস্তবতাও পরিবর্তন হবে না।" 



  • Mar 15, 2025 16:29 IST

    West Bengal News Live:ব্যবসায়ীকে মারধর, রেহাই পাননি অন্তঃস্বত্ত্বা স্ত্রীও

    তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের উল্টোদিকের দোকানের সামনে প্রতিদিন মদ্যপান করেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুগামীরা, এমনই অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাগদা কৃষক বাজারের সামনে এমন ঘটনা যেন প্রায় 'গা-সওয়া' হয়ে গিয়েছিল স্থানীয়দের। সম্প্রতি সহ্যের সীমা পেরোতেই ওই দোকানমালিক তাঁর দোকানের সামনে যেতেই বারণ করেছিলেন ওই যুবকদের। দোলের দিন তারই 'বদলা' নিল প্রধানের অনুগামীরা, এমনই অভিযোগ আক্রান্ত দোকানমালিকের। 

    বিস্তারিত পড়ুন- North 24 Parganas News: ব্যবসায়ীকে মারধর, রেহাই পাননি অন্তঃস্বত্ত্বা স্ত্রীও, কাঠগড়ায় তৃণমূলের প্রধান ও তার দলবল



  • Mar 15, 2025 15:21 IST

    West Bengal News Live:থানায় ঢুকে মহিলা পুলিশ অফিসারকে 'মারধর-শ্লীলতাহানি'

    আবারও পুলিশকে মারধরের অভিযোগ। খাস কলকাতা শহরের নাকের ডগায় এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। থানায় ঢুকে কর্তব্যরত মহিলা পুলিশ অফিসারকে মারধর ও তাঁর শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। দু'জনকেই গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।

    বিস্তারিত পড়ুন- New Town: থানায় ঢুকে মহিলা পুলিশ অফিসারকে মারধর-শ্লীলতাহানি, দুই যুবকের শেষমেশ কী 'হাল' হল জানেন?



  • Mar 15, 2025 14:53 IST

    West Bengal News Live:খুদেকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত ১

    দোলের দিনই বর্বরোচিত ঘটনা রাজ্যে। এক খুদে কন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য কোচবিহারের মেখলিগঞ্জে। অভিযোগ, গতকাল রং খেলার মাঝেই মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় ওই নাবালিকাকে ফুঁসলিয়ে অন্যত্র নিয়ে যায় স্থানীয় এক যুবক। ফাঁকা একটি জায়গায় নিয়ে গিয়ে খুদেকন্যাকে সে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে শিশুকন্যাটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। গতরাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।



  • Mar 15, 2025 13:51 IST

    West Bengal News Live:শুভেন্দুর ঘনিষ্ঠ ১২ BJP বিধায়ক দিন কয়েকেই তৃণমূলে?

    বছর ঘুরলেই রাজ্যে ফের একটি বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে BJP? নাকি এটা নিছকই শাসকদল তৃণণূলের 'চাপে ফেলার প্রচার'? বিষয়টি স্পষ্ট না হলেও অন্তত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতার মন্তব্যে সেই জল্পনাই মাথাচাড়া দিয়েছে। তাঁর দাবি একসঙ্গে ১২ বিজেপি বিধায়ক নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, "কোচবিহারে তিন বিধায়কের সঙ্গে আলোচনা চলছে। ধীরে ধীরে এগোচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির অনেক এমএলএ আমাদের রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমার ধারণা ১০-১১ জনেরও বেশি বিধায়ক নির্বাচনের আগে দল বদল করবেন। সংখ্যাটা এক ডজনও হতে পারে।"

    বিস্তারিত পড়ুন- TMC-BJP: তাসের ঘরের মতো ভাঙবে BJP? শুভেন্দুর ঘনিষ্ঠ ১২ গেরুয়া বিধায়ক দিন কয়েকেই তৃণমূলে?



  • Mar 15, 2025 13:16 IST

    West Bengal News Live:টাকা ফেরাল পুলিশ

    'আপনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে, মামলা থেকে মুক্তি পেতে দিতে হবে মোটা টাকা', এমনই ফোন পেয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধ। এভাবেই 'ডিজিটাল অ্যারেস্ট'-এর শিকার হন উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুরের নির্মল সরকার। প্রতারকদের কথা মতো সাড়ে চার লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে তাদেরকে দেন নির্মলবাবু। শেষমেশ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ। অভিযোগ পেয়েই শুরু হয় তদন্ত। অবশেষে প্রতারিতের টাকা ফেরাল বনগাঁ সাইবার ক্রাইম থানা।

    বিস্তারিত পড়ুন- Digital Arrest: ফের 'ডিজিটাল অ্যারেস্ট'! 'হাইটেক' প্রতারণায় সর্বশান্ত বৃদ্ধ, শেষমেশ পুলিশ যা করল...



  • Mar 15, 2025 12:52 IST

    West Bengal News Live:শোকজের উত্তর দিলেও এখন অবস্থান কী হুমায়ুনের?

    শোকজের জবাব দিলেও নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সূত্রের খবর, ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে শোকজের জবাব পঠিয়ে দিয়েছেন হুমায়ুন। বিরেধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁদে তাঁর 'ঠুসে দেব' মন্তব্যে তুমুল জলঘোলা চলে কয়েকদিন। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব হুমায়ুন কবীরকে শোকজ করছিল। সেই শোকজ চিঠির জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছিল হুমায়ুনকে। 

    বিস্তারিত পড়ুন- Humayun Kabir: শুভেন্দুকে 'ঠুসে দেব' বলেছিলেন, দলের শোকজের উত্তর দিলেও এখন অবস্থান কী হুমায়ুনের?



  • Mar 15, 2025 12:50 IST

    West Bengal News Live:রাজসাক্ষী হতে চান পার্থর জামাই?

    এবার অস্বস্তি যেন আরও বাড়ল জেলবন্দি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির ইডির দায়ের করা মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন বলে খবর। ওই প্রতিবেদনে প্রকাশিত খবরে আরও দাবি, ইতিমধ্যেই CBI বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতির ইডির দায়ের করা মামলায় শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে আবেদন করেছেন পার্থর জামাই। আদালতে গোপন জবানবন্দিও দিতে চান তিনি।



  • Mar 15, 2025 11:02 IST

    West Bengal News Live:মেয়ে খুনে গ্রেফতার বাবা

    স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহে চূড়ান্ত দাম্পত্য কলহ, তারই খেসারত দিতে হল মাত্র চার বছরের ফুটফুটে একরত্তি শিশুকন্যাকে। বাবা আছড়ে খুন করল ছোট্ট মেয়েকে। শুধু তাই নয়, মেয়ের মৃত্যু নিশ্চিত করতে ব্রিজের উপর থেকে নদীতে ছুঁড়ে ফেলা হয় দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গা শিউরে ওঠার মতো এই ঘটনা নদিয়ার ধুবুলিয়ার। 

    বিস্তারিত পড়ুন -Nadia News: গোটা পাড়া হতভম্ব! একরত্তি মেয়ের সঙ্গে বাবা যা করল...বারবার জ্ঞান হারাচ্ছে মা



  • Mar 15, 2025 10:31 IST

    West Bengal News Live:ভোগান্তির শিকার হবেন ব্যাঙ্কের গ্রাহকরা

    আলোচনায় খোলেনি জট, চলতি মার্চের শেষে ব্যাঙ্ক ধর্মঘট কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠল। আগামী ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট সম্ভবত হচ্ছেই। একাধিক দাবি-দাওয়া নিয়ে এই ধর্মঘটের সিদ্ধান্তে অনড়ই রইলেন ব্যাঙ্কের কর্মী এবং অফিসারদের একাধিক ইউনিয়ন।

    বিস্তারিত পড়ুন- Bank Strike: আলোচনায় খোলেনি জট, চলতি মার্চেই টানা ভোগান্তির শিকার হবেন ব্যাঙ্কের গ্রাহকরা



  • Mar 15, 2025 10:07 IST

    West Bengal News Live:নজরে '২৬-এর ভোট, বিকেলে বৈঠকে অভিষেক

    আজ বিকেলেই দলের সাংগঠনিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনলাইনে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের সব বিধায়ক, সাংসদ এবং জেলা সভাপতিদের। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভূতুড়ে ভোটার নিয়ে সরব তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ইতিমধ্যেই বাড়ি-বাড়ি ঘুরে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আজ ভূতুড়ে ভোটার নিয়ে অভিষেক দলের সাংগঠনিক বৈঠকে কী বলেন সেদিকে নজর থাকবে। 



  • Mar 15, 2025 10:01 IST

    West Bengal News Live:আবারও বিশ্বের দরবারে সমাদৃত বাংলা!

    ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পের ভূয়সী প্রশংসা আন্তর্জাতিক মহলে। এবার আন্তর্জাতিক ক্ষেত্রের প্রথিতযশা চিকিৎসকদের উপস্থিতিতে 'সেন্ট গ্যালেন'-এর মঞ্চে স্বীকৃতি পেল বাংলার 'স্বাস্থ্যসাথী' প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের দারুণ প্রশংসামূলক আলোচনা উঠে এসেছে 'দ্য ব্রেস্ট' নামের আন্তর্জাতিক জার্নালেও।

    বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: আবারও বিশ্বের দরবারে সমাদৃত বাংলা! মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের 'আন্তর্জাতিক স্বীকৃতি'



  • Mar 15, 2025 09:56 IST

    West Bengal News Live: রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে: শুভেন্দু

    রামনবমীতে এবার এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল দোল উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নন্দীগ্রামের BJP বিধায়ক বলেন, "রামনবমীর উৎসব এবার এমনভাবে পালন করুন যাতে হিন্দু বিরোধী শক্তি মুখের মত জবাব পায়। গতবার ৫০ লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, ১০০০ মিছিল হয়েছিল। এবার এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে। ২০০০ মিছিল হবে। ভালো করে রামনবমী পালন করুন। আমিও থাকব ময়দানে।"



  • Mar 15, 2025 08:55 IST

    West Bengal News Live: দিন কয়েকেই রেকর্ড গরমে পুড়বে বাংলা

    দোল মিটতেই এবার চাঁদিফাটা গরমে জেরবার হওয়ার পালা। দোলের দিন থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি মার্চেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। মাঝে মাঝে কয়েকটি জেলায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: দিন কয়েকেই রেকর্ড গরমে পুড়বে বাংলা, তাপপ্রবাহেরও সতর্কতা, বৃষ্টি নিয়ে বড় আপডেট



Suvendu Adhikari news of west bengal news in west bengal CM Mamata banerjee Bengali News Today