Advertisment

রাজ্য মানবাধিকার কমিশনের কাছে স্পষ্ট বার্তা, বৈঠকে কী দাবি ডাক্তারদের?

RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। কলকাতা পুলিশ কমিশনরের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
joint platform of doctors

RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। কলকাতা পুলিশ কমিশনরের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা। এর মাঝেই আরজি করে নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতের প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়ে রাজ্য মানবাধিকার কমিশনের সঙ্গে এক বৈঠক করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বৈঠকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-র তরফে উপস্থিত ছিলেন ডাঃ হীরালাল কোনার, ডাঃ মানস গুমটা। মানবাধিকার কমিশনের পক্ষে, বৈঠকে অংশ নেন জ্যোতির্ময় ভট্টাচার্য,  চেয়ারম্যান মধুমিতা মৈত্র এবং বাসুদেব ব্যানার্জী ।

Advertisment

কী কী বিষয় তুলে ধরা হয়েছে? 

মূলত তিনটি বিষয়ে কমিশনের প্রতিনিধিদের কাছে স্পষ্ট ভাবে জানানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। তার মধ্যে রয়েছে প্রতিটি ক্যাম্পাসে যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র নির্বাচন পরিচালনা করা। কাজের ক্ষেত্রে   ভীতিমুক্ত পরিবেশ। মেডিক্যাল কলেজ এবং অন্যান্য হাসপাতাল জুড়ে স্বাস্থ্য সিন্ডিকেটের মাথাদের চিহ্নিত করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি রাত্তিরের সাথী প্রকল্পে মহিলাদের নাইট ডিউটি নিয়ে আপত্তিকর নির্দেশ অপসারণ। চিকিৎসক সংগঠনের তরফে রাজ্য মানবাধিকার কমিশনকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে এই সকল বিষয়ে সরকারকে অবহিত করা এবং পরিস্থিতি মূল্যায়ন করা। 

 

Teachers Day 2024: টিচার্স ডে'র সেরা গিফট! আপ্লুত হতে বাধ্য হবেন আপনার প্রিয় শিক্ষক

 আগামিকাল, সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি। তাঁর আগের দিন, আজ, বুধবার ফের রাত দখলের ডাক। একই সঙ্গে হবে মানববন্ধন কর্মসূচি। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আহ্বান ঘরে ঘরে দীপ জ্বালানোর। গত ১৪ অগাস্ট বিচারের দাবিতে মেয়েদের রাত দখল দেখেছিল বাংলা। দিকে দিকে স্লোগান চলছে "উই ওয়ান্ট জাস্টিস"।নির্যাতিতার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে বাংলার বুকে। রাজনীতিগত ভাবে প্রতিবাদ সংগঠিত হলেও অরাজনৈতিক প্রতিবাদেও মুখর হয়েছে সারা বাংলা। আজ ফের রাত দখলের ডাক। এর আগে ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের দিন রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমেছিল। জুনিয়র চিকিৎসকরা অভয়ার বিচারের দাবিতে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়িতে বাড়িতে দীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। 

 

RG Kar: ১৪ অগাস্টের পর ফের আজ রাতদখল, বিচারের দাবিতে আহ্বান ঘরে ঘরে দীপ জ্বালানোর



সোমবার বিকেল থেকে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজারের কাছে ফিয়ার্স লেনে অবস্থান করেছিল জুনিয়র চিকিৎসকরা। ওই দিন রাতভর তাঁরা ওই রাস্তাতেই বসেছিল। পরের দিন দুপুরে তাঁদের দাবি মেনে ব্যারিকেড সরায় পুলিশ। তারপর তাঁরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে স্মারকলিপি জমা দেন তাঁর পদত্যাগের দাবিতে। তবে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে কোনও ছেদ পড়বে না বলে ঘোষণা করে দেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে সোশাল মিডিয়ায় ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল।

RG Kar: ১৪ অগাস্টের পর ফের আজ রাতদখল, বিচারের দাবিতে আহ্বান ঘরে ঘরে দীপ জ্বালানোর

 

রাজ্যের নানা জেলায় ওই দিন থিক থিকে ভিড় হয়েছিল। একেবারে প্রথম দফায় কলকাতার তিনটে জায়গার উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে শয়ে শয়ে জায়গার নাম যোগ হয়েছিল। আজকের রাত দখলের ডাকেও এই জায়গা বেড়ে গিয়েছে আরও কয়েকগুন। এদিনও লক্ষ লক্ষ নাগরিক পথে নামবে বলেই ধারনা অভিজ্ঞ মহলের। শুধু এই রাজ্য নয়, দেশের অন্যন্য শহরেও এই রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এদিকে আজ, বৃহস্পতিবার অভয়ার বিচারের দাবিতে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দীপ জ্বালানোর ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। "বিচার পেতে আলোর পথে। আলো রাখুন বন্ধ করে, দীপ জ্বালাও ঘরে ঘরে।" এই স্লোগানে আহ্বান জানানো হয়েছে সাধারন নাগরিকদের।

ঝড়ের গতিতে পান ১০০০ জিবি নেট, আরও দাম কমালো BSNL

RGKar medical college & hospital protest Doctors Death
Advertisment