Advertisment

RG Kar: ১৪ অগাস্টের পর ফের আজ রাতদখল, বিচারের দাবিতে আহ্বান ঘরে ঘরে দীপ জ্বালানোর

RG Kar: আগামিকাল, সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি। তাঁর আগের দিন, আজ, বুধবার ফের রাত দখলের ডাক। একই সঙ্গে হবে মানববন্ধন কর্মসূচি।

author-image
Joyprakash Das
New Update
raat dokhol Rg kar

আজ ফের রাত দখলের ডাক

Raat Dokhol: আগামিকাল, সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি। তাঁর আগের দিন, আজ, বুধবার ফের রাত দখলের ডাক। একই সঙ্গে হবে মানববন্ধন কর্মসূচি। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আহ্বান ঘরে ঘরে দীপ জ্বালানোর। গত ১৪ অগাস্ট বিচারের দাবিতে মেয়েদের রাত দখল দেখেছিল বাংলা। দিকে দিকে স্লোগান চলছে "উই ওয়ান্ট জাস্টিস"।

Advertisment

নির্যাতিতার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে বাংলার বুকে। রাজনীতিগত ভাবে প্রতিবাদ সংগঠিত হলেও অরাজনৈতিক প্রতিবাদেও মুখর হয়েছে সারা বাংলা। আজ ফের রাত দখলের ডাক। এর আগে ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের দিন রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমেছিল। জুনিয়র চিকিৎসকরা অভয়ার বিচারের দাবিতে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়িতে বাড়িতে দীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন।

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যানারে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, সিজিওতে দিলেন হাজিরা

১৪ অগাস্টের পর আজ ফের রাত দখল

সোমবার বিকেল থেকে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজারের কাছে ফিয়ার্স লেনে অবস্থান করেছিল জুনিয়র চিকিৎসকরা। ওই দিন রাতভর তাঁরা ওই রাস্তাতেই বসেছিল। পরের দিন দুপুরে তাঁদের দাবি মেনে ব্যারিকেড সরায় পুলিশ। তারপর তাঁরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে স্মারকলিপি জমা দেন তাঁর পদত্যাগের দাবিতে। তবে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে কোনও ছেদ পড়বে না বলে ঘোষণা করে দেন জুনিয়র চিকিৎসকরা।

RG Kar Case: প্রেসক্রিপশনে শাস্তির জোরালো দাবি ! দুর্গম এলাকাতেও চালু 'অভয়া ক্লিনিক'

এর আগে সোশাল মিডিয়ায় ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল। রাজ্যের নানা জেলায় ওই দিন থিক থিকে ভিড় হয়েছিল। একেবারে প্রথম দফায় কলকাতার তিনটে জায়গার উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে শয়ে শয়ে জায়গার নাম যোগ হয়েছিল। আজকের রাত দখলের ডাকেও এই জায়গা বেড়ে গিয়েছে আরও কয়েকগুন। এদিনও লক্ষ লক্ষ নাগরিক পথে নামবে বলেই ধারনা অভিজ্ঞ মহলের। শুধু এই রাজ্য নয়, দেশের অন্যন্য শহরেও এই রাত দখলের ডাক দেওয়া হয়েছে।

Sukhendu Sekhar Ray on RG Kar: 'তৃণমূলের শেষের সেদিন'....! সুখেন্দু 'বোমা' ফাটাতেই 'বিস্ফোরণ' বিজেপির

এদিকে আজ, বৃহস্পতিবার অভয়ার বিচারের দাবিতে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দীপ জ্বালানোর ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। "বিচার পেতে আলোর পথে। আলো রাখুন বন্ধ করে, দীপ জ্বালাও ঘরে ঘরে।" এই স্লোগানে আহ্বান জানানো হয়েছে সাধারন নাগরিকদের।

একের পর এক অভিযোগ! তড়িঘড়ি বদলি ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে, আজ ফের রাত দখলের ডাক

RGKar medical college & hospital Supreme Court of India
Advertisment