priyanka senapati: জ্যোতির পর তদন্তকারীদের র‍্যাডারে আরও এক যুবতী, কে এই প্রিয়াঙ্কা সেনাপতি, কী অভিযোগ তার বিরুদ্ধে?

priyanka senapati: হরিয়ানা পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর এবার ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির বিরুদ্ধে তদন্ত শুরু করল পুরী জেলা পুলিশ।

priyanka senapati: হরিয়ানা পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর এবার ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির বিরুদ্ধে তদন্ত শুরু করল পুরী জেলা পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
priyanka senatati

জ্যোতির পর তদন্তকারীদের র‍্যাডারে আরও এক যুবতী, কে এই প্রিয়াঙ্কা সেনাপতি, কী অভিযোগ তার বিরুদ্ধে?

priyanka senapati: হরিয়ানা পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর এবার ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির বিরুদ্ধে তদন্ত শুরু করল পুরী জেলা পুলিশ। ‘Travel with Gio’ নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে জ্যোতির। তার বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে ভারতের সামরিক সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ রয়েছে।  

Advertisment

সূত্রের খবর, মালহোত্রা ২০২৪ সালের সেপ্টেম্বরে পুরী সফরে এসে ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গে দেখা করেন। এরপরই প্রিয়াঙ্কার পাক যোগের বিষয়টি সামনে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখতে প্রিয়াঙ্কা সেনাপতির বাড়িতে যায় ওড়িশা পুলিশের একটি তদন্তকারী দল।

পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন, জ্যোতি মালহোত্রার সফরের উদ্দেশ্য, তার অবস্থান এবং কার কার সঙ্গে দেখা হয়েছিল—সবকিছুই হরিয়ানা পুলিশের সহযোগিতায় তদন্ত করে দেখা হচ্ছে। 

তবে, বিতর্ক ঘনিয়ে উঠতেই প্রিয়াঙ্কা সেনাপতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করে দেন এবং সেখানে জানান, “আমি জ্যোতি মালহোত্রার পাকিস্তানের সঙ্গে কোনও সংযোগ ছিল তা জানতাম না। আমি কেবল একজন ইউটিউবার হিসেবে তাঁকে   চিনতাম। যদি জানতাম জ্যোতি একজন পাক এজেন্ট হিসাবে কাজ করছে তাহলে তার সঙ্গে কোনভাবেই যোগাযোগ রাখতাম না।”তিনি আরও জানান, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।

Advertisment

পাকিস্তান সফর নিয়ে বিতর্ক
উল্লেখ্য, প্রিয়াঙ্কা সেনাপতি ২০২৫ সালের মার্চ মাসে পাকিস্তান সফরে গিয়ে একটি ভ্লগ আপলোড করেন, যা বর্তমানে তদন্তের আওতায় রয়েছে। তার ইউটিউব চ্যানেলে ১৪,০০০-এর বেশি সাবস্ক্রাইবার ও ইনস্টাগ্রামে প্রায় ২০,০০০ ফলোয়ার রয়েছে। মূলত ওড়িশা ও অন্যান্য স্থানের ট্র্যাভেল কনটেন্ট তৈরি করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

তদন্তকারী অফিসারদের বক্তব্য, এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গে জ্যোতি মালহোত্রার সাক্ষাতের সময় কোনও সংবেদনশীল তথ্য আদান-প্রদান হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও নানাবিধ বিষয় সামনে আসার সম্ভাবনা রয়েছে।

পাক গুপ্তচরবৃত্তির ভয়ঙ্কর অভিযোগ, খতিয়ে দেখা হচ্ছে জনপ্রিয় youtuber-এর 'পুরী যোগ'

 

OPERATION SINDOOR