/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Jyotipriya-Mallik.jpg)
জ্যোতিপ্রিয় মল্লিক।
এই কয়েকদিনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও বর্তমান দায়িত্বে থাকা অমিত দে-কে। কখনও একই দিনে দু'জনকে তলব করা হচ্ছে। আবার কখনও পৃথক দিনে অভিজিৎ ও অমিতকে তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ফের আগামিকাল ইডি তলব করেছে অভিজিৎ দাসকে। বৃহস্পতিবারই তাঁকে ইডি দফতরে আসতে বলা হয়েছে। এবার অভিজিৎ দাস ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এদিনও ইডির তলবে হাজির হয়েছেন অমিত দে।
রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির কাছে এখন বড় ভরসা মেরুন ডায়েরিতে লেখা হিসেব-নিকেশ। বনমন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে ওই ডায়েরি উদ্ধার করেছিল ইডি। বুধবার কমান্ড হাসপাতালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারীরা। সূত্রের খবর, ওই মেরুন ডায়েরিতে 'বালুদা' বলে উল্লেখ রয়েছে। সেই ডায়েরি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক তথা 'বালুদা'কে। মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য 'বালু' নামেই ঘনিষ্ঠ মহলে অধিক পরিচিত। সূত্রের খবর, সেই ডায়েরিতেই একাধিক হিসাব-নিকাশ থেকে শুরু করে টাকা লেনদেনের তথ্য লেখা আছে বেশ কয়েকজনের নাম দিয়ে। সেই সব তথ্য নিয়েই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা।
এদিন ফের তলব করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দেকে। সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন অমিত। এর আগে বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গতকাল, সোমবার জ্যেতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। ইডি মনে করছে, এই প্রাক্তন ও বর্তমান আধিকারিকদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
আরও পড়ুন- ‘এবার কাগজপত্র বার করছি’ বেনজির হুঙ্কার মমতার, পাল্টা ফোঁস শুভেন্দুর
মেরুন ডায়েরির 'বালু'দা নিয়ে মন্ত্রী মুখ না-খোলায় এবার প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস ও জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। যত বারই মন্ত্রীকে জেরা করা হয়েছে, ডায়েরি নিয়ে তিনি কোনও জবাব দেননি। সূত্রের খবর, তাই যাঁর বাড়ি থেকে ডায়েরি উদ্ধার হয়েছে তাঁর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।