Minister Partha Bhowmik And Sujit Bose At Sandeshkhali: ৫১ দিন পরও নিঁখোজ শেখ শাহজাহান। ফুঁসছে সন্দেশখালি। দফায় দফায় ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে শনিবার সন্দেশখালিতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন রাজ্যের দুই মন্ত্রী। কিন্তু তাতে কি লাভ হল? উল্টে গ্রামবাসীদের কথা শুনতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। হেভিওয়েট মন্ত্রীদের কাছে পেয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলা। তখন কার্যত যুক্তি খুঁজে পাচ্ছিলেন না সুজিত-পার্থরা। প্রচণ্ড ক্ষুব্ধ মহিলাদের নাগাড়ে প্রশ্নের মুখে শেষপর্ষন্ত ইডির ঘাড়েই দায় চাপালেন সেচমন্ত্রী। বললেন, 'কলকাতা হাইকোর্ট ইডির থেকে রাজ্য পুলিশকে শাহজাহানকে ধরার নির্দেশ দিলে ১০ দিনের মধ্যে গ্রেফতার করা হবে।'
খালের গতিপথ এবং খাস জমি বদলে দিয়ে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে বলে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। যা দেখতেই মূলত এদিন গিয়েছিলেন মন্ত্রীরা। এদিন সন্দেশখালিতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলন মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে সঙ্গে নিয়ে তাঁরা বিভিন্ন অঞ্চল ঘোরেন। সন্ধ্যার মুখে এলাকা ছাড়ার আগে তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। মন্ত্রীদের কাছে নিজেদের অভিযোগ ক্ষোভ উগড়ে দেন গ্রামের মহিলারা। তাঁদের দাবি, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে।
আরও পড়ুন- Sandeshkhali Police: ‘এরা পুলিশ তো?’ সন্দেশখালিতে আটকাতেই সন্দেহ মিনাক্ষীর! কেন?
সন্দেশখালির মহিলাদের ক্ষোভ সামলালে সাংবাদিকদের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, 'ইডি, রাজ্য পুলিশ, হাইকোর্ট গ্রামবাসীদের বোঝাতে পারিনি। শিবু, উত্তমকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
দমকলমন্ত্রী সুজিত বসু ২০ দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সন্দেশখালিতে দাঁড়িয়ে। তিনি বলেন, 'সব অভিযোগ শুনছি। অপরাধ হয়ে থাকলে তার শাস্তি হবে। ওঁরা বলেছেন দিদিকে সবটা জানাতে। আমি বলেছি জানিয়ে দেব।'