Advertisment

Sheikh Shahjan Arrested: কেন ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালির 'বাঘ' শাহজাহান? জানুন রহস্যে ভরা সেই পর্ব!

Sandeshkhali Row: শাহাজানকে গ্রেফতার করা নিয়ে রাজ্য পুলিশের উপর চাপ বাড়ছিল গত কয়েক সপ্তাহ ধরেই। তবে পুলিশের দাবি, এক্ষেত্রে উচ্চ আদালতের স্থগিতাদেশের বিষয়টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও কলকাতা হাইকোর্ট শাহজাহান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতেই তড়িঘড়ি অ্যাকশনে নামে পুলিশ। বুধবার রাতে মিনাখাঁর বামুনপুকুর থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে। গ্রেফতারের পরপর শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল।

author-image
Joyprakash Das
New Update
ED is trying to nab Sheikh Shahjahans Brother sirajuddin

Sheikh Shahjahan: শেখ শাহজাহান।

Sheikh Shahjahan Arrested: বেপাত্তা থাকার ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। যা নিয়ে গতকাল দিনভর চলেছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল (TMC) কংগ্রেস নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। অভিজ্ঞ মহলের মতে, প্রায় ২ মাস প্রমাণ লোপাটের পক্ষে কম সময় নয়। তবে সব প্রমাণ লোপাট হয় না অপরাধ করলে কিছু কিছু প্রমাণ অজান্তে থেকে যায়। এক্ষেত্রে শাহজাহান অনেকটা সময় পেয়েছেন। তারওপর আজ শুক্রবার এরাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)। তাঁর ভাষণে সন্দেশখালি বা শাহজাহান ইস্যু থাকবে, কিন্তু গ্রেফতার হয়নি একথা বলা যাবে না।

Advertisment

আদালতের নির্দেশের ফলে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না। পরের দিন হাইকোর্ট (Highcourt) জানায় গ্রেফতার করা যাবে না এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। ৫ জানুয়ারি ED সন্দেশখালির সরবেড়িয়া গিয়েছিল শাহজাহানের বাড়ি তল্লাশি করতে। তখন শাহজাহানের দলবল ইডির আধিকারিকের মাথা ফাটিয়ে দেয়। আক্রমণ করে মিডিয়ার ওপর।

তারপর থেকে শাহজাহান বেপাত্তা। তখন শাহজাহানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ হলেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তখন থেকেও অভিযোগ ছিল শাহজাহানকে আড়াল করছে পুলিশ। পুলিশি ঘেরাটোপে শাহজাহান রয়েছে বলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিরোধীরা বারে বারে অভিযোগ করে আসছে।

এদিকে দ্বীপাঞ্চল সন্দেশখালির বাসিন্দারা ক্রমশ বিক্ষোভে ফেটে পড়তে থাকে। সেখানকার মহিলাদের একাংশ শারীরিক নির্যাতনের অভিযোগ তোলে শাহজাহান, উত্তম সরদার ও শিবু হাজরার বিরুদ্ধে। পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। তার আগে তৃণমূল নেতা-কর্মীদের মারধর করে সন্দেশখালি থেকে বের করে দেয় গ্রামবাসীরা।

আরও পড়ুন- Suvendu Adhikari Sandeshkhali: ‘অপেক্ষায় ছিলেন মানুষ’, সন্দেশখালি পৌঁছেই TMC-কে চ্যালেঞ্জ ছুঁড়ে বিরাট কর্মসূচির ডাক শুভেন্দুর

জনগনের বিক্ষোভ আশেপাশের গ্রামে ছড়াতে থাকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও নানা কমিশনের প্রতিনিধি সন্দেশখালি ছুটতে থাকে। রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ আধিকারিকরাও ঘাঁটি করে সন্দেশখালিতে। রাজ্য থেকে সর্বভারতীয় মিডিয়ার রোজকার খবরেও চাপ বাড়তে থাকে। অবশেষে ৫৭ দিন পর গ্রেফতার সন্দেশখালির 'বাঘ'।

আরও পড়ুন- Kaustav Bagchi: জল্পনাতেই সিলমোহর, বিজেপিতে-ই যোগ কৌস্তভ বাগচীর

লোকসভা নির্বাচনে সন্দেশখালি ও শেখ শাহজাহান ইস্যু বিরোধীদের কাছে তুরুপের তাস। এরই মধ্যে শুক্রবার আরামবাগে (Arambag) জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের দিন কৃষ্ণনগরে ও ৮ মার্চ নারী দিবসের দিন বারাসতে জনসভা করবেন BJP-র শ্রেষ্ঠ আইকন। বারাসতের জনসভায় সন্দেশখালির নির্যাতিত মহিলাদের একাংশের হাজির থাকার কথা। মোদীর সভার আগে শাহজাহানের গ্রেফতার তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল শাহজাহান গ্রেফতারে আরও দেরি হলে বিরোধীদের লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls 2024) প্রচারের ঝাঁঝ আরও বাড়তো বলো মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- Sheikh Shahjahan Arrested: শাহজাহান জালে উঠতেই বড় আশঙ্কা ইডি-র! হাইকোর্টে কীসের আর্জি?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) অভিযোগ করেছিলেন আদালতের নির্দেশের ফলে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। রাজনৈতিক মহলের প্রশ্ন, ঘটনার দিন থেকে প্রায় ২ মাস পর কেন এমন অভিযোগ করল তৃণমূল? তার আগে তো অনেক সময় ছিল। তাহলে কি বিশেষ কৌশল নেওয়া হয়েছিল? কারণ, গ্রেফতারের আগে শাহজাহানকে তৃণমূল কোনও শাস্তি দেয়নি। দলের পদেই বহাল ছিলেন। গ্রেফতার হতেই শাস্তির খাঁড়া নেমে আসে। শাহজাহান গ্রেফতারের পর বিরোধীরা ও তৃণমূল কি কৌশল নিতে চলেছে সেদিকে লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলের।

West Bengal Sandeshkhali Sheikh Shahjahan Arrested
Advertisment