Burdwan Murder: মেঘালয় হানিমুন মার্ডারের ছায়া এবার বাংলাতেও! পরকীয়ার জড়িয়ে স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিল স্ত্রী, গোটা ঘটনায় গায়ে কাঁটা দেবে

Burdwan Murder: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে জামাইষষ্ঠীর রাতে স্বামীকে নৃশংসভাবে খুন! মেঘালয়ের কাণ্ডের ছায়া এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায়। নিজের স্বামীকে কার্বলিক অ্যাসিড মেশানো মদ খাইয়ে, বাঁশ দিয়ে পিটিয়ে এবং শেষে বালিশ চাপা দিয়ে খুন করল স্ত্রী।

Burdwan Murder: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে জামাইষষ্ঠীর রাতে স্বামীকে নৃশংসভাবে খুন! মেঘালয়ের কাণ্ডের ছায়া এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায়। নিজের স্বামীকে কার্বলিক অ্যাসিড মেশানো মদ খাইয়ে, বাঁশ দিয়ে পিটিয়ে এবং শেষে বালিশ চাপা দিয়ে খুন করল স্ত্রী।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
burdwan murder

মেঘালয় হানিমুন মার্ডারের ছায়া এবার বাংলাতেও!

Burdwan Murder:  প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে জামাইষষ্ঠীর রাতে স্বামীকে নৃশংসভাবে খুন! মেঘালয়ের কাণ্ডের ছায়া এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায়। নিজের স্বামীকে কার্বলিক অ্যাসিড মেশানো মদ খাইয়ে, বাঁশ দিয়ে পিটিয়ে এবং শেষে বালিশ চাপা দিয়ে খুন করল স্ত্রী। এই চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত মিতা দাস এবং তার প্রেমিক অভিজিৎ বাগদী – দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। নারকীয় এই খুনের ঘটনার শিউরে উঠেছেন তামাম বাংলার মানুষ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উঠেছে স্লোগান।  

Advertisment

আরও পড়ুন - বিকট শব্দে তুমুল বিস্ফোরণ! ঝলসে ছটফট করতে করতে মৃত্যু যুবকের মৃত্যু, চূড়ান্ত চাঞ্চল্য মুর্শিদাবাদে

ঘটনার দিন ছিল জামাইষষ্ঠী। স্ত্রী মিতা দাসের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই দিনই মহাদেবকে খুনের ছক কষে স্ত্রী ও তার প্রেমিক। নাবালক সন্তান ঘুমিয়ে পড়লে স্বামীকে কার্বলিক অ্যাসিড মেশানো মদ পরিবেশন করে স্ত্রী মিতা দাস। মদ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন স্বামী। এরপরই বাড়ির উঠানে মিতা স্বামীর মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করে, এরপর বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যুর পর মৃতদেহ ঘরে টেনে এনে চাদর দিয়ে ঢেকে রাখে। উঠানের রক্ত মোছার জন্য জল মেশানো গোবর ব্যবহার করে প্রমাণ লোপাটের চেষ্টা করে মিতা। শেষপর্যন্ত প্রেমিক অভিজিৎ বাগদীকে সবুজ সংকেত দেন মিতা। 

Advertisment

পরদিন সকালে স্বামীর হৃদরোগে মৃত্যু বলে সাফাই দেয় মিতা। কিন্তু মহাদেবের মাথায় রক্তের দাগ এবং গলায় কালশিটে চিহ্ন দেখে সন্দেহ হয় পরিবারের। খবর যায় কাটোয়া থানায়। পুলিশ এসে মিতাকে জেরা করলে, সব অপরাধ স্বীকার করে নেয় সে। প্রেমিক অভিজিৎকেও পরে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- মুহূর্তে আবহাওয়ার ম্যাজিক বদল, বিকেল গড়াতেই তুমুল বৃষ্টি, কোন কোন জেলায় স্বস্তির পূর্বাভাস?

তদন্তে উঠে আসে, মিতা দাসের একাধিক সম্পর্কের কথা। জানা গিয়েছে কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় অভিজিৎ বাগদীর সঙ্গে, এবং ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয়। সেই সম্পর্ক জানাজানি হতেই স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেয় তারা। মৃত মহাদেব দাসের পরিবার এই নৃশংস খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আরও কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Murder burdwan