Advertisment

Maldah News: বিয়ের পরও মেলেনি স্বীকৃতি! স্ত্রী মর্যাদার দাবিতে শ্বশুরবাড়িতে ধর্না মহিলার

Maldah News: ফোনের মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার পর গোপনে বিয়ে করেছিল এক মহিলা। কিন্তু বিয়ের চার বছর পর স্বামী মেনে না নেওয়ায় স্ত্রী মর্যাদার দাবিতে শ্বশুরবাড়িতে ধর্নায় বসলো ওই মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়।

author-image
Madhumita Dey
New Update
woman has started protest-infront of husband house at malda

বিয়ের পরও মেলেনি স্বীকৃতি! স্ত্রী মর্যাদার দাবিতে শ্বশুরবাড়িতে ধর্না মহিলার Photograph: (ফাইল)

Maldah News:  ফোনের মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার পর গোপনে বিয়ে করেছিল এক মহিলা। কিন্তু বিয়ের চার বছর পর স্বামী মেনে না নেওয়ায় স্ত্রী মর্যাদার দাবিতে শ্বশুরবাড়িতে ধর্নায় বসলো ওই মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়। 

Advertisment

গত দুইদিন ধরে ওই এলাকায় গোপাল পাল নামে এক যুবকের বাড়ির সামনেই ধর্নায় দিয়েছিল গৃহবধূ ঝুম্পা গোস্বামী । শনিবার বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করলেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ২৭ বছর বয়সী ঝুম্পা গোস্বামীর বাড়ি ইংরেজবাজার থানার মিল্কি এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার প্রথম পক্ষের স্বামীর বাড়ি ছিল পুখুরিয়া থানার সিমলা গ্রামে। দীর্ঘদিন আগে স্বামীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয় ওই মহিলার। তার নাবালক দুই ছেলেমেয়ে রয়েছে। এরপরই পুরাতন মালদার পালপাড়া এলাকার যুবক গোপাল পালের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। 

Advertisment

পুলিশকে অভিযোগে ওই মহিলা ঝুম্পা গোস্বামী জানিয়েছেন, চার বছর আগে মোবাইলের কোন মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর গোপাল পাল একাধিকবার তার সঙ্গে সহবাস করে এবং গোপনে বিয়ে করে। ইংরেজবাজার থানায় এলাকায় বিভিন্ন সময় বাসা ভাড়া নিয়ে তাঁকে রেখেছিল। গত দুই মাস ধরে গোপাল পাল তার সঙ্গে কোনরকম যোগাযোগ করছিল না। এরপরই সে তার শ্বশুরবাড়িতে উঠতে চায় । কিন্তু বাড়ির লোকেরা তাকে ঢুকতে দেয় নি। তাই দুইদিন ধরে স্ত্রীর মর্যাদা দাবিতে তিনি শ্বশুর বাড়ির সামনেই ধরনায় বসেছিলেন। 

এদিকে ওই যুবকের বাবা নরোত্তম পাল বলেন, আমার ছেলে কি করেছে জানি না। তবে একজন বিবাহ বিচ্ছেদ মহিলাকে পুত্রবধূ হিসাবে মানতে পারব না। ওই মহিলা দুইদিন ধরে আমার বাড়ির সামনে বসেছিল। এরপরই পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ওকে নিয়ে গিয়েছে। আইনগত কি ব্যবস্থা নিবে সেটা আমার জানা নেই।  কিন্তু ওই মহিলাকে পুত্রবধূ হিসাবে মেনে নেওয়া যাবে না। 

পুলিশ জানিয়েছে, পেশায় মমো বিক্রেতা গোপাল পাল নামের যুবকের বিরুদ্ধে ঝুম্পা গোস্বামী নামে এক মহিলা অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Maldah
Advertisment