Advertisment

নবান্ন অভিযানে পুলিশ সার্জেন্টের চোখে ইটের আঘাত, গ্রেফতার মহিলা, পরিচয় জানেন?

Police Injured: এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজই শহরের একটি বেসরকারি হাসপাতালে আহত ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে দেখতে যান মুখ্যসচিব। তাঁর চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
woman named Rinku Singh was arrested after attacks on police in Nabanna Abhijan, নবান্ন অভিযান, দেবাশিস চক্রবর্তী, পুলিশের উপর হামলা

ছবির বাঁদিকে নবান্ন অভিযানে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন কয়েকজন যুবক। ডানদিকে, আহত ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।

Nabanna Abhijan: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের দিনে বাবুঘাটে আক্রান্ত হন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। তাঁর বাম চোখে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়। পুলিশের উপর হামলার অভিযোগে এবার রিঙ্কু সিং নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারী আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisment

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই অভিযানকে কেন্দ্র করে ওই দিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা, হাওড়ার বিভিন্ন এলাকা। বেপরোয়াভাবে সরকারি সম্পত্তিতে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে। বাবুঘাটে ওই দিন ডিউটি করছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আচমকা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে ক্ষুব্ধ আন্দোলনকারীদের একাংশ। দেবাশিস চক্রবর্তীর বাম চোখে এসে সজোরে লাগে একটি ইট। 

গল গল করে চোখ থেকে রক্ত বেরোতে থাকে ওই পুলিশকর্মীর। সেই মুহূর্তেই তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। পরপর অস্ত্রোপচার করা হয় তাঁর চোখে। চিকিৎসকরা জানিয়েছেন, ইতিমধ্যেই ওই পুলিশকর্মীর বাম চোখে কয়েকটি অস্ত্রপোচার করা হয়েছে। গত দু'দিনে তাঁর খানিকটা দৃষ্টি শক্তি এসেছে। তাঁর চোখে এখনও রক্ত জমাট বেঁধে রয়েছে। আগামী দুই সপ্তাহ ওই পুলিশকর্মীকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। ওষুধের মাধ্যমে তাঁর চোখে জমাট বাধা রক্ত তরল করার চেষ্টা চালানো হবে। প্রয়োজনে তাঁর চোখে আবারও অস্ত্রোপচার হতে পারে। তবে দেবাশিস চক্রবর্তী তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাবেন বলেই আশাবাদী চিকিৎসকরা।

আরও পড়ুন- আরজি কর কাণ্ডের প্রতিবাদ, রাজ্যের অনুদানের ৫০ হাজার ফেরাল বিখ্যাত এই নাট্য দল

এদিকে, পুলিশ সার্জেন্টের উপরে হামলার অভিযোগে রিঙ্কু সিং নামে মহেশতলার এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গতকাল রাতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। সায়ন লাহিড়ীর পর এবার গ্রেফতার প্রবীর নামে এক যুবক। তাঁর বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্টের মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- RG Kar Case: হঠাৎ আরজি করের মর্গে CBI, কারণ জানলে তাজ্জব হবেন!

RG Kar Medical College kolkata police Nabanna Abhijan
Advertisment