Advertisment

RG Kar Case: হঠাৎ আরজি করের মর্গে CBI, কারণ জানলে তাজ্জব হবেন!

RG Kar Incident-CBI: আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছোতে মরিয়া কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এর আগেও একাধিকবার আরজি করে গিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে আরজি কর হাসপাতালের একাধিক কর্মীর।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi raid at rg kar hospital, সিবিআই, আরজি কর

এর আগেও আরজি কর হাসপাতালে তদন্তে গিয়েছিল সিবিআইয়ের আরও একটি দল।

RG Kar Incident: এর আগেও বেশ কয়েকবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তের কাজে গিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার আবারও সিবিআই-এর একটি পাঁচ সদস্যের দল পৌঁছে গেল আরজি কর হাসপাতালে। সেখানে ঢুকে প্রথমেই সেই দলটি পৌঁছে যায় হাসপাতালের মর্গে। আরজি করের মর্গ থেকে মৃতদেহ লোপাটের মতো ভয়ঙ্কর অভিযোগ ওঠে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই অভিযোগের তদন্তেই এদিন হাসপাতালের মর্গে পৌঁছে যায় সিবিআই।

Advertisment

আরজি কর হাসপাতালের মর্গের কর্মীদের সঙ্গে কথা গোয়েন্দাদের। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই মর্গ থেকে মৃতদেহ লোপাটের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, সেই ঘটনার তদন্ত করতেই মর্গে পৌঁছে গিয়েছেন CBI অফিসাররা। অধ্যক্ষ থাকাকালীন একটানা কয়েক বছর ধরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন সন্দীপ ঘোষ, তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি। মেডিকেল বর্জ্য পাচার থেকে শুরু করে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছেন সন্দীপ, এমনই অভিযোগ উঠেছে। হাসপাতালের মর্গ থেকেও মৃতদেহ লোপাটের মত মারাত্মক অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে।

আরও পড়ুন- 'আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দিইনি', বিতর্ক বাড়তেই সোচ্চার মমতা

সেই সব অভিযোগের তদন্ত করতেই সিবিআই-এর একটি দল আজ পৌঁছে গিয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। অন্যদিকে এদিন ফের একবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয় সন্দীপ ঘোষকে। আরজি কর তদন্তে টানা জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ। ইতিমধ্যেই তাঁর পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছে। 

আরও পড়ুন- আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে 'বিরাট প্ল্যান' BJP-র! ধর্মতলায় ধরনা

sandip ghosh cbi RG Kar Medical College
Advertisment