/indian-express-bangla/media/media_files/2025/05/27/05QYkoER3ckAaSyS1nxf.jpg)
Bongaon Police Station: বনগাঁ থানা।
বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় যুবকের উপরে আক্রমণ ও তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী গৃহবধূর বিরুদ্ধে, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিবেশী গৃহবধূর সঙ্গে যুবকের চার বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় যুবকে মাথা ফাটিয়ে দেওয়া, ব্লেড দিয়ে হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে।
শুধু ওই যুবকের উপর হামলা করেই থামেননি প্রতিবেশী ওই গৃহবধূ। যুবকের পরিবারের অভিযোগ, ওই গৃহবধূ তাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে এবং বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রবিবার রাতে মারাত্মক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁর সভাইপুর এলাকায়। সোমবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন যুবক। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।
এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত গৃহবধূর কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত যুবকের পরিবারও ওই বধূর কঠিন শাস্তির দাবিতে সরব হয়েছেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়। তাকে দফায় দফায় জেরা তদন্তকারীদের।
ওই মহিলাকে জেরা করার পাশাপাশি ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দাদেরও।