Bongaon News: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় যুবককে খুনের চেষ্টা, বাড়িতে আগুন, বধূর এমন কাণ্ডে তোলপাড়

extramarital affair: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশও অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করে।

extramarital affair: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশও অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করে।

author-image
Utsab Mondal
New Update
Bongaon News,extramarital affair,attempted murder,   housewife arrested,   domestic violence,  affair-related crime,West Bengal crime,বনগাঁর খবর,বিবাহ বহির্ভূত সম্পর্ক

Bongaon Police Station: বনগাঁ থানা।

বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় যুবকের উপরে আক্রমণ ও তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী গৃহবধূর বিরুদ্ধে, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  

Advertisment

প্রতিবেশী গৃহবধূর সঙ্গে যুবকের চার বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় যুবকে মাথা ফাটিয়ে দেওয়া, ব্লেড দিয়ে হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে। 

শুধু ওই যুবকের উপর হামলা করেই থামেননি প্রতিবেশী ওই গৃহবধূ। যুবকের পরিবারের অভিযোগ, ওই গৃহবধূ তাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে এবং বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রবিবার রাতে মারাত্মক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁর সভাইপুর এলাকায়। সোমবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন যুবক। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: পরীক্ষায় বসতেই হবে? নাকি কোনও 'উপায়' বের করেছে রাজ্য, চাকরিহারাদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?

এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত গৃহবধূর কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত যুবকের পরিবারও ওই বধূর কঠিন শাস্তির দাবিতে সরব হয়েছেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়। তাকে দফায় দফায় জেরা তদন্তকারীদের।

আরও পড়ুন- Kolkata News Live Update:'আর সহ্যের দিন নেই, এবার গুলির জবাব গুলিতেই', পাকিস্তানকে বেনজির হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

 ওই মহিলাকে জেরা করার পাশাপাশি ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দাদেরও।

police Bongaon Bengali News Today