একুশের ভোটের আগে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। নারী ক্ষমতায়ণে যা ছিল তৃণমূল সরকারের বড় পদক্ষেপ। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রকল্পকে 'ভিক্ষা' বলে কটাক্ষ করেছে। কিন্তু 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পকে পুঁজি করেই ভোট বাক্সে লক্ষ্মী লাভের আশায় মমতা সরকার। যা নিয়ে রাজ্য় বাজেটে বিরাট ঘোষণা করেছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Advertisment
ষাটোর্ধ্ব যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না, লক্ষ্মীর ভাণ্ডারে তাঁদের বরাদ্দ বাড়ানো হল। এবার মাসিক ৫০০-র বদলে তাঁরা পাবেন এক হাজার টাকা করে। অর্থাৎ সরাসরি পেনশনের অন্তর্ভুক্ত হবেন তাঁরা। ১ কোটি ৮৮ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পান বলে জানিয়েছে রাজ্য সরকার। ৬০ বছর পরেও যাতে তাঁদের ভাতা বন্ধ না হয় সেই লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী।