Advertisment

মমতার তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার! ষাটোর্ধ্বদের জন্য বাজেটে বিরাট ঘোষণা

লক্ষ্মী লাভের বড় ঘোষণা

author-image
IE Bangla Web Desk
New Update
Laxmir Bhandar

একুশের ভোটের আগে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। নারী ক্ষমতায়ণে যা ছিল তৃণমূল সরকারের বড় পদক্ষেপ। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রকল্পকে 'ভিক্ষা' বলে কটাক্ষ করেছে। কিন্তু 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পকে পুঁজি করেই ভোট বাক্সে লক্ষ্মী লাভের আশায় মমতা সরকার। যা নিয়ে রাজ্য় বাজেটে বিরাট ঘোষণা করেছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisment
publive-image

ষাটোর্ধ্ব যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না, লক্ষ্মীর ভাণ্ডারে তাঁদের বরাদ্দ বাড়ানো হল। এবার মাসিক ৫০০-র বদলে তাঁরা পাবেন এক হাজার টাকা করে। অর্থাৎ সরাসরি পেনশনের অন্তর্ভুক্ত হবেন তাঁরা। ১ কোটি ৮৮ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পান বলে জানিয়েছে রাজ্য সরকার। ৬০ বছর পরেও যাতে তাঁদের ভাতা বন্ধ না হয় সেই লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী।

আরও পড়ুন- দুয়ারে পঞ্চায়েত, মমতার বাজি ৩ হাজার কোটির ‘রাস্তাশ্রী’

আরও পড়ুন- ব্যাঙ্কক-মালয়েশিয়া বেড়াবেন সরকারি কর্মীরা! DA-র সঙ্গে উপরি পাওনা?

আরও পড়ুুন- ৩ শতাংশ DA-তে খুশি নন, আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবেন সরকারি কর্মীরা

আরও পড়ুন- West Bengal Budget 2023: রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ DA পাবেন

'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের জন্য় মাসিক ১০০০ টাকা ও অন্যান্য মহিলাদের জন্য় ৫০০ টাকা দেয় রাজ্য। এই ভাতা পেয়ে থাকেন ২৫-৬০ বছর বয়সি মহিলারা। এবার ৬০ পেরলেও মিলবে ভাতা।

Mamata Banerjee West Bengal Assembly Budget
Advertisment