মাদক পাচার চক্রে যুক্ত বিহারের এক মহিলাকে গ্রেফতার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের অদূরে আম মার্কেট থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪১৫ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুলি ওই মহিলা কোথা থেকে কিনে এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল সেব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃত ওই মহিলাকে আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাজরা বেগম (৪৫)। তার বাড়ি বিহারের খাগরিয়া জেলার জামালপুর এলাকায়। গতকাল গভীর রাতে ওড়নায় মুখ ঢেকে ওই মহিলা আম বাজার চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা সাতটার পর এই আম বাজার চত্বরে বিভিন্ন ফল সবজি বেচাকেনা পর্ব শেষ হয়ে যায়। এরপর ফাঁকা হয়ে থাকে ওই বাজার এলাকাটি। আবারও পরের দিন ভোর থেকে শুরু হয় নতুন করে বেচাকেনা।
কিন্তু গতকাল রাত ১১টা নাগাদ ওড়নায় মুখ ঢেকে একজন মহিলা ওই বাজারের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় টহলদারি পুলিশ ভ্যানের সন্দেহ হতেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর হাতের একটি ব্যাগ থেকে চারটি ছোট প্লাস্টিকে প্যাকেট ভর্তি ওই ব্রাউন সুগার উদ্ধার হয়।
আরও পড়ুন- Kolkata News Live Updates: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যুমিছিল! সাংঘাতিক আশঙ্কার কথা শোনালেন মমতা
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃত ওই মহিলা বিহার থেকে মালদা এসে কালিয়াচকের কোনও একটি ডেরা থেকে এই ব্রাউন সুগারগুলি সংগ্রহ করেছিল। এগুলি জামালপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে দফায় দফায় জেরা পুলিশের। এরাজ্যে তার সঙ্গে এই পাচারচক্রের আর কাদের যোগ রয়েছে সেব্যাপারে তথ্য জানার চেষ্টায় তদন্তকারীরা।
আরও পড়ুন- Mamata Banerjee: 'বাংলা দিবস' পালনের চিঠি রাজ্যকে, 'চরম অসম্মান বলে মনে করছি', BJP-কে তুলোধনা মমতার