Durga Puja Theme 2024: নারী সুরক্ষা নিয়ে অভিনব থিম গড়ে চমকে দিল মালদার এক পুজো কমিটি। পুজো মণ্ডপে আসলে দেখা যাবে নারীর শক্তি এবং নারীদের সুরক্ষার বিষয়ে চমকে যাওয়ার মত থিম। উল্লেখ্য সাবেকি প্রতিমা হলেও দিন দিন বাড়ছে থিমের পুজো।
গতির ভিড়ে শক্তি হারিয়ে যেন ধুঁকছে! নিভৃতে বিদায় জানানোর পালা কলকাতার ট্রামকে
হাতেগোনা আর মাত্র কটা দিন। তার পর গোটা বাংলা মেতে উঠবে প্রাণের অউজো দুর্গাপুজোয়। নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত মালদার কুমোরটুলির মৃৎশিল্পীরা। কেউ একাই ৬ থেকে সাতটি প্রতিমা গড়ছেন। আবার কেউ বা তাদের আয়ত্তের মধ্যে হাতে গোনা প্রতিমা করছে। এমনই এক মালদার কুট্টিটোলা এলাকার রাজকুমার পন্ডিতের শিল্পালয়ে তৈরি হচ্ছে "চাই না হতে উমা" নারী শক্তির থিমের দুর্গা প্রতিমা। রাজকুমার পণ্ডিতের এমএ পাস ছেলে কনক পন্ডিত জানান, এবছর আমাদের আয়ত্তের মধ্যে ছয় খানা প্রতিমা তৈরি করছি। যার মধ্যে অন্যতম চাই না হতে উমা। যার মাধ্যমে নারী শক্তির উত্থানে বিভিন্ন রকমের মডেল তৈরি করা হচ্ছে। বর্তমানে নারীরা যেভাবে নির্যাতিত ও অত্যাচারিত হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে মালদার বিচিত্রা ক্লাব এই থিম বানানোর জন্য আমাদের কাছে বলেছিল। সেই মতো আমরা এই মা দুর্গার মূর্তির মধ্যে দিয়ে নারী শক্তি তুলে ধরেছি'।
সরলেন বিকাশ, নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার
সংশ্লিষ্ট ক্লাবের এক কর্মকর্তা সৌরভ কর্মকার জানান, 'এবছর আমাদের পুজোর থিম 'চাইনা হতে উমা'।এর কারণ হলো যেভাবে সমাজে ক্রাইম বাড়ছে, শিশু থেকে শুরু করে সমাজের মহিলারা নির্যাতিত হচ্ছে। তার বিভিন্ন রকম ক্যাপশন ও মডেল তুলে ধরা হবে পূজা মন্ডপে। তার সাথে প্রতিমা থাকছে ১৩ ফিটের নারী শক্তি মা উমা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতি বছর যেভাবে দর্শনার্থী আসে তার থেকেও বেশি দর্শনার্থী তারা এবার পুজো মন্ডপে আসবে। অন্যদিকে এই বিষয়ে প্যান্ডেল শিল্পী অভ্রদীপ বসাক জানান, প্রায় ১০ থেকে কুড়িটি শাড়ির মধ্যে নারী নির্যাতনের বিভিন্ন ছবি আঁকা হচ্ছে। পাশাপাশি থাকছে নারী নির্যাতনের সচেতনতার জন্য বিভিন্ন মডেল। মা দুর্গার সাথে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্যান্ডেল।