Crime News: দিদির বাড়ি ফোঁটা নিতে এসে খুন হতে হলো ভাইকে । দিদি ও জামাইয়ের বচসা থামাতে গিয়েই গোলমাল বাঁধে। এরপর দিদির শ্বশুরের হামলায় মৃত্যু হয় ভাইয়ের। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেতুমোর এলাকায়। অভিযোগ, মৃত যুবকের দিদির শ্বশুর কৈলাস স্বর্ণকার ক্রিকেট খেলার ব্যাট দিয়ে বুকে সজোরে আঘাত করে ওই যুবককে। এই হামলায় মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় ওই যুবকের। তড়িঘড়ি ওই যুবককে পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়। এই ঘটনার পর অভিযুক্ত শশুর কৈলাস স্বর্ণকার এবং শাশুড়ি সরস্বতী স্বর্ণকারের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী পিংকি মন্ডল। অভিযুক্তেরা পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রবি মন্ডল (২৫)। তার বাড়ি ইংরেজবাজার শহরের তেলিপুকুর এলাকায়। পেশায় ফুটপাত ব্যবসায়ী ছিলেন নিহত রবি মন্ডল। রবিবার ভাইফোঁটা । তার আগেই শনিবার পুরাতন মালদার সাহাপুরের দিদি প্রীতি স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলেন ভাই রবি মন্ডল ও তার স্ত্রী পিংকি মন্ডল। গতকাল দুপুরে পারিবারিক বিষয় নিয়ে জামাই রকি স্বর্ণকারের সঙ্গে তার স্ত্রী প্রীতি স্বর্ণকারের গোলমাল বাঁধে।
সেই সময় দিদি জামাইয়ের ঝগড়া থামাতে যায় ওই যুবক রবি মন্ডল। তখনই প্রীতি স্বর্ণকারের শ্বশুর কৈলাস স্বর্ণকার হঠাৎই ক্রিকেট খেলার ব্যাট দিয়ে অতর্কিতে রবির ওপর হামলা চালায় বলে অভিযোগ। বুকে জোরে আঘাত অচৈতন্য হয়ে পড়ে ওই যুবক। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়।
মৃত যুবকের স্ত্রী পিংকি মন্ডল বলেন, ননদ আমার স্বামীকে ফোঁটা দিবে বলেই নিমন্ত্রণ করেছিলেন। আমরা এদিন ওদের বাড়ি গিয়েছিলাম। কিন্তু ননদ ও তার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে গোলমাল শুরু হয়। সেই গোলমাল আমার স্বামী থামাতে যায় । তখনই আমার ননদের শ্বশুর কৈলাস স্বর্ণকার ক্রিকেট খেলার ব্যাট দিয়ে অতর্কিতে রবি মন্ডলের ওপর হামলা চালায়, আর তাতেই মৃত্যু হয় ওর।
এই ঘটনার সময় অভিযুক্ত শ্বশুরের স্ত্রী ও আমার স্বামীকে মারধর করে। এই খুনের ঘটনার বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। হামলা চালিয়ে খুনের অভিযোগ দায়ের হয়েছে । তবে ওই বাড়ির লোকজনেরা সব পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।