Advertisment

Manoranjan Bapari: 'খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে বাংলা'...! গর্জে উঠলেন শাসক নেতা, প্রবল অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব

Manoranjan Bapari: আরজি কর কাণ্ডের ঘটনায় এখনও মেলেনি ন্যায় বিচার। রাজ্য জুড়ে ন্যায় বিচারের দাবিতে অভিনব এক প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা বাংলা। এদিকে এর মাঝেই রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Manoranjan Bapari raise his voice aganist rape and murder in westbengal

'খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে বাংলা' ফেসবুক পোস্টে এমনই মন্তব্য করে প্রশাসন ও সরকারের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী

Manoranjan Bapari: ফালকাটায় শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের রেশ কাটতে না কাটতেই এবার আলিপুরদুয়ার। কুমারগঞ্জ ব্লকের হলদিবাড়িতে  ৯ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত কাজল মন্ডল নির্যাতিতার পুর্ব পরিচিত। রাজ্যে একের পর ধর্ষণের ঘটনায় এবার সরব হলেন শাসক দলের বিধায়ক। 'খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে বাংলা', ফেসবুক পোস্টে এমনই মন্তব্য করে তোলপাড় ফেললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 

Advertisment

আরজি কর কাণ্ডের ঘটনায় এখনও মেলেনি ন্যায় বিচার। রাজ্য জুড়ে ন্যায় বিচারের দাবিতে অভিনব এক প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা বাংলা। এদিকে এর মাঝেই রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে। এবার রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় সরব হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 'খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে বাংলা' ফেসবুক পোস্টে এমনই মন্তব্য করে প্রশাসন ও সরকারের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

আম আদমির জন্য সুখবর! কোন হাসপাতালে কত বেড খালি? এবার জানুন আগেভাগেই

ঠিক কী লিখেছেন শাসক দলের বিধায়ক? ফেসবুক পোস্টে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন, 'আর সহ্য হচ্ছে না। টিভি দেখতে বসে কেমন যেন পাগল পাগল লাগছে। মাথা ঠিক রাখা অসাধ্য হয়ে পড়ছে। খুনের পরে খুন, খুনের পরে খুন, ধর্ষণের পরে ধর্ষণ, ধর্ষণের পরে ধর্ষণ । আর এই অধিকাংশ ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া সবই প্রায় শিশু ও বালিকা। আমাদের এই পশ্চিমবঙ্গ টাও খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছিনা! এত সাহস এরা পাচ্ছে কি করে ? বারবার শান্ত নিভৃত গৃহকোণে ঝাঁপিয়ে পড়ছে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে! মানুষের জীবন ও সম্মানের কানা কড়িও দাম এদের কাছে আর নেই ! এত করে খুঁজছি এদের একটাও কেন আমার হাতের নাগালে আসছে না! এলে মনের সব দাহ যন্ত্রণা মিটিয়ে নিই। আর সহ্য করা যাচ্ছে না । অন্তত একটাকে যদি ধরে ফেলতে পারতাম......! হে ঈশ্বর,  অন্তত একটা ধর্ষককে আমার সামনে এনে দাও। হে ঈশ্বর-!'

কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

ফালাকাটা কাণ্ডে শিশুকন্যার বিচার চেয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ। ক্ষোভে ফেটে পড়ল স্থানীয় মানুষ। ন্যায় বিচারের দাবিতে উঠল স্লোগান। তার রেশ কাটতে না কাটতেই ফের আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আটক মূল অভিযুক্ত। এরই মাঝে রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনায় শাসক দলের ভূমিকাকে ফের একবার কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলেরই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 

rape westbengal Gangrape Girl Rape
Advertisment